Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dimple Kapadia

‘বেঁচে আছি,সুস্থ আছি’, অসুস্থতার গুজব উড়িয়ে বার্তা দিলেন ডিম্পল

‘তিল’ কে ‘তাল’ বানাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরকে কেন্দ্র করেও একের পর এক ফেক নিউজ বাজারে ঘুরে বেড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লতাজি এখন আগের থেকে সুস্থ, তাঁর শারীরিক উন্নতি হচ্ছে। ডিম্পলের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি।

ডিম্পল কাপাডিয়া।

ডিম্পল কাপাডিয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৬:১২
Share: Save:

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ডিম্পল কাপাডিয়া নাকি গুরুতর অসুস্থ। এতটাই যে,পরিবারের পক্ষ থেকে তাঁকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বিগ্নঅনুরাগীদের আশ্বস্ত করতে এবার মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি বেঁচে আছি। শুধুই বেঁচেই নয়, দিব্যি রয়েছি আমি।”

তবে কেন বৃহস্পতিবার মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গিয়েছিল ডিম্পলকে? অভিনেত্রী বলেন, “আমার মা অসুস্থ ছিলেন। ওঁকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কী হয়েছিল, তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইনা। তবে এখন উনি ভাল আছে। সকলের শুভেচ্ছা প্রয়োজন।”

‘তিল’ কে ‘তাল’ বানাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরকে কেন্দ্র করেও একের পর এক ফেক নিউজ বাজারে ঘুরে বেড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লতাজি এখন আগের থেকে সুস্থ, তাঁর শারীরিক উন্নতি হচ্ছে। ডিম্পলের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি।

আরও পড়ুন-একটা সুযোগ দিয়ে দেখুন, ভাল লাগলে হাততালি দেবেন, না হলে গালাগালি: টোটা

আরও পড়ুন-মাথায় গোলাপ, গোলাপি লেহেঙ্গায় এবার র‍্যাম্পে হাঁটলেন রানু মণ্ডল!

১৯৭৩-এ রাজ কপূরের ‘ববি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ডিম্পল। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঋষি কপূর। এরপর ‘সাগর’, ‘রাম লক্ষ্ণন’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অ্যায়তবার’, ‘দৃষ্টি’, ‘ফাইন্ডিং ন্যানি’, ‘রুদালি’র মতো জনপ্রিয় ছবি তিনি উপহার দেন দর্শককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dimple Kapadia Health Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE