Advertisement
E-Paper

সমান অধিকারের দাবিতে

‘রূপকথা নয়’-এর পরে সৌমিত্রর সঙ্গে রাহুলের এটি দ্বিতীয় কাজ। তাঁর কথায়, ‘‘লেজেন্ডের সঙ্গে কাজ করার সুযোগ কে-ই বা ছাড়তে চায়?

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০০:২৭
সৌমিত্র চট্টোপাধ্যায়।

সৌমিত্র চট্টোপাধ্যায়।

ধর্ষণের মতো কঠিন বাস্তব বারবার ফুটে উঠেছে সিনেমার পর্দায়। মল্লিকা সেনগুপ্তের উপন্যাস অবলম্বনে সেই বিষয়ে নতুন ছবি তৈরি করছেন পরিচালক রেশমি মিত্র। ছবির নাম ‘শ্লীলতাহানির পরে’। মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার, দেবলীনা কুমার, মৌবনী সরকার প্রমুখ। পরিচালকের কথায়, ‘‘মল্লিকাদির এই উপন্যাস নিয়ে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছে। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে এখনও মেয়েদের মতামতকে ছেলেদের সমান গুরুত্ব দেওয়া হয় না। তাই অপরাধের শাস্তির পাশাপাশি মানসিকতার পরিবর্তনও খুব জরুরি।’’ রেশমি জানালেন, মূল গল্পকে সিনেমায় অপরিবর্তিত রাখা হয়েছে। ছবিতে ভিক্টিমের চরিত্রে দেবলীনা। ব্যান্ডের লিড ভোকালের চরিত্রে রাহুল এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি সক্রিয় রাজনীতির অংশ না হয়েও ছাত্রছাত্রীদের তৈরি করছেন, সেই চরিত্রে সৌমিত্র।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

‘রূপকথা নয়’-এর পরে সৌমিত্রর সঙ্গে রাহুলের এটি দ্বিতীয় কাজ। তাঁর কথায়, ‘‘লেজেন্ডের সঙ্গে কাজ করার সুযোগ কে-ই বা ছাড়তে চায়? সৌমিত্র জেঠুর সঙ্গে কাজের সুযোগ ছবিটি করার বড় কারণ। এ ছাড়া ছবির স্ক্রিপ্টও খুব বলিষ্ঠ।’’ কলকাতা ছাড়াও ছবির শুটিং হবে দিঘা ও বোলপুরে।

Reshmi Mitra Soumitra Chatterjee Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy