‘হৃদপিণ্ড’ মুক্তি পেয়েছে। ২৭ মে মুক্তি পাবে ‘চিনে বাদাম’। তার আগেই শনিবার বিস্ফোরক দুই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। ফেসবুকে পরিচালকের দাবি, তাঁর আগামী ছবির নাম এবং গল্প, দুটোই চুরি গিয়েছে। খুব শীঘ্রই সেই অন্য ছবিটিও নাকি শ্যুটিং ফ্লোরে আসছে। ঘটনা সত্যি হলে পরিচালকের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিলাদিত্য।সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ‘সোয়েটার’-এর পরিচালকের সঙ্গে। শিলাদিত্যর কথায়, ‘‘প্রায় দু’বছর আগে একটি চিত্রনাট্য লিখেছিলাম। বিশিষ্ট অভিনেতাদেরকে শোনানো হয়ে গিয়েছে। এক প্রযোজকও গল্পটি শুনেছেন। হাতে অন্য ছবির কাজ এসে পড়ায় আগের কাজটি করে উঠতে পারিনি। এখন ইন্ডাস্ট্রির বন্ধুদের মুখ থেকে শুনছি, ওই একই নাম এবং গল্প নিয়ে নাকি অন্য এক পরিচালক ছবি বানাতে চলেছেন।’’