Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Shiladitya Moulik

Shiladitya Moulik: শিলাদিত্যের আগামী ছবির নাম, গল্প চুরি! জমানো ক্ষোভ উগরে দিলেন পরিচালক

শিলাদিত্য মৌলিকের গল্প চুরি! তাঁর ছবির নামের সঙ্গেও হুবহু মিল অন্য ছবির নামের! আইনি পদক্ষেপ নেবেন পরিচালক?

শিলাদিত্য মৌলিক।

শিলাদিত্য মৌলিক। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ২২:২৫
Share: Save:

‘হৃদপিণ্ড’ মুক্তি পেয়েছে। ২৭ মে মুক্তি পাবে ‘চিনে বাদাম’। তার আগেই শনিবার বিস্ফোরক দুই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। ফেসবুকে পরিচালকের দাবি, তাঁর আগামী ছবির নাম এবং গল্প, দুটোই চুরি গিয়েছে। খুব শীঘ্রই সেই অন্য ছবিটিও নাকি শ্যুটিং ফ্লোরে আসছে। ঘটনা সত্যি হলে পরিচালকের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিলাদিত্য।সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ‘সোয়েটার’-এর পরিচালকের সঙ্গে। শিলাদিত্যর কথায়, ‘‘প্রায় দু’বছর আগে একটি চিত্রনাট্য লিখেছিলাম। বিশিষ্ট অভিনেতাদেরকে শোনানো হয়ে গিয়েছে। এক প্রযোজকও গল্পটি শুনেছেন। হাতে অন্য ছবির কাজ এসে পড়ায় আগের কাজটি করে উঠতে পারিনি। এখন ইন্ডাস্ট্রির বন্ধুদের মুখ থেকে শুনছি, ওই একই নাম এবং গল্প নিয়ে নাকি অন্য এক পরিচালক ছবি বানাতে চলেছেন।’’

অভিনেতা বা প্রযোজকই কি তা হলে সেই গল্প ফাঁস করেছেন? শিলাদিত্যের দাবি, তিনি ইন্ডাস্ট্রির কিছু বন্ধুকেও শুনিয়েছিলেন। সম্ভবত সেখান থেকেই ফাঁস হয়েছে। পরিচালকের যুক্তি, ছবির নামে মিল থাকতেই পারে। তা বলে গল্পেও মিল থাকবে? তাই শোনা খবর সত্যি হলে শিলাদিত্য আইনের সাহায্য নেবেন। সেই কারণেই কোন ছবি, কে তাঁর সঙ্গে এই তঞ্চকতা করছেন, সে বিষয়ে এর বেশি কিছুই বলতে চাননি পরিচালক। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন কারণ, অভিযুক্ত অজান্তে ভুল করলে বা কাকতালীয় ভাবে দুই পরিচালকের ভাবনা মিলে গেলে তিনি সজাগ হওয়ার সুযোগ পাবেন। তবে ইচ্ছাকৃত ভাবে এমনটা ঘটানো হলে দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন শিলাদিত্য।

এর পাশাপাশি অবশ্য অভিযুক্তকে ফেসবুকে কটাক্ষ করতেও ছাড়েননি পরিচালক। লিখেছেন, ‘এত গল্প আছে চারপাশে। প্রয়োজনে এক-আধটা আমিও দিতে পারি। নকলনবিশি থেকে দয়া করে দূরে থাকুন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shiladitya Moulik cinema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE