পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আড়াই বছরের অপেক্ষা সার্থক। সাত বছর পরে সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত আবারও দেখিয়ে দিলেন, তাঁরাই বক্স অফিসের ‘রাজা-রানি’। টলিউড ছবির বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়া টুইটে জানিয়েছেন, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ। তাঁর কথায় সিলমোহর দিয়েছেন ডিস্ট্রিবিউটর নবীন চোখানি, বাবলু দামানি-রাও। আনন্দবাজার অনলাইনকে তাঁরা জানান, ৭৫টি শো-তে নারী-পুরুষ, আগের ও পরের প্রজন্ম নির্বিশেষে সবাই সৌমিত্র-স্বাতীলেখাকে শেষ বার দেখতে ছুটে এসেছেন। অতিমারির পরে মুক্তিপ্রাপ্ত ‘কিশমিশ’, ‘টনিক’-সহ বহু ছবিকে টপকে গিয়েছে ‘বেলাশুরু’।
নন্দিতা-শিবপ্রসাদ উপস্থিত ছিলেন বিজলি প্রেক্ষাগৃহে। আনন্দবাজার অনলাইনকে শিবু জানান, আবারও ভালবাসা জিতে গেল। ছবি দেখে বেরনোর সময় দর্শকদের মুখে শোনা গিয়েছে ছবির সংলাপ, ‘হাতের উপর হাত রাখা সহজ নয়। সেই হাত আজীবন ধরে থাকা আরও কঠিন।’ তাঁরা আগামী দিনে সেই চেষ্টাই করবেন বলে জানিয়েছেন পরিচালক।
শুক্রবার ছিল শিবপ্রসাদের জন্মদিন। দর্শকদের থেকে এমন ফেরত-উপহার পেয়ে তিনি তৃপ্ত। ২২ মে জন্মদিন স্বাতীলেখা সেনগুপ্তের। সেই বিশেষ দিনের আগাম উপহার দর্শকদের পৌঁছে দিয়েও খুশি তিনি। একই সঙ্গে দাবি, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায় যে এখনও বাঙালির আবেগ, তা আবারও প্রমাণিত। সশরীরে উপস্থিত না থেকেও সৌমিত্র জেঠু স্বাতীদিকে নিয়ে পর্দায় ফের জাদু ছড়িয়ে দিলেন। ওঁদের কুর্ণিশ।’’