Advertisement
২১ মে ২০২৪

এভারেস্টে আতঙ্ক

হলিউডের ‘ডিজাস্টার’ ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটা নাম। ১৯৯৬ সালের মাউন্ট এভারেস্ট অভিযানকে ভিত্তি করে আইসল্যান্ডের পরিচালক বালতাসার কোরমাকুর ‘এভারেস্ট’ নামের এক ডিজাস্টার-ছবির শ্যুটিং শুরু করেছেন। ওই অভিযানে তুষার ঝড়ের কবলে পড়ে নিহত হন ৮ জন অভিযাত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

হলিউডের ‘ডিজাস্টার’ ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটা নাম। ১৯৯৬ সালের মাউন্ট এভারেস্ট অভিযানকে ভিত্তি করে আইসল্যান্ডের পরিচালক বালতাসার কোরমাকুর ‘এভারেস্ট’ নামের এক ডিজাস্টার-ছবির শ্যুটিং শুরু করেছেন। ওই অভিযানে তুষার ঝড়ের কবলে পড়ে নিহত হন ৮ জন অভিযাত্রী। সেই বিপর্যয়ের অভিজ্ঞতাকে স্ক্রিন-বন্দি করতে বেঁচে ফিরে আসা অভিযাত্রীদের লেখা বইয়ের সাহায্য নিয়েছেন কোরমাকুর। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সাইমন বুফয় এবং উইলিয়াম নিকলসন।

সম্প্রতি এই বায়োগ্রাফি-ডিজাস্টার ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। দু মিনিট তিরিশ সেকেন্ডের এই ট্রেলারে দেখা যাচ্ছে সেই কালান্তক ঝড়ের ছবি। মাইকেল কেনি, স্যাম ওয়ার্থিংটন, জ্যাসন ক্লার্ক, রবিন রাইট, এমিলি ওয়াটসন, কিরা নাইটলি— প্রমুখ অভিনয় করেছেন এই ছবিতে। আগামী ১৮ সেপ্টেম্বর ‘এভারেস্ট’ মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE