জীতু কমল শুক্রবার বৈঠকের পরেই নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন। বক্তব্য জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থাও। ব্যতিক্রম দিতিপ্রিয়া রায়। রবিবারেও ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা নীরব!
আর্টিস্ট ফোরামের তরফ থেকে সংগঠনের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডট কম-কে বলেন, “আমরা আপ্রাণ চেষ্টা করছি, ধারাবাহিক যেন বন্ধ না হয়। কারণ, একটি ধারাবাহিকের পিছনে আরও অনেক অভিনেতা আর টেকনিশিয়ানের স্বার্থ জড়িত। ধারাবাহিক বন্ধ হলে তাঁদের উপার্জন বন্ধ হয়ে যাবে।” তাই তাঁরা আলোচনা সোমবার পর্যন্ত স্থগিত রেখেছেন।
আরও পড়ুন:
এ দিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জীতু। দিতিপ্রিয়াও এই বিষয়ে এখনই বক্তব্য জানাতে নারাজ।
সোমবারও যদি দিতিপ্রিয়া কোনও উত্তর না দেন, তা হলে ধারাবাহিকের ভবিষ্যৎ কী?
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের মুখ চেয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে নায়িকা যদি ইন্ডাস্ট্রির নিয়ম মেনে ‘এনওসি’ দিয়ে ধারাবাহিক ছেড়ে দিতে চান, সেটাই মেনে নেওয়া হবে। এ দিকে টলিপাড়ায় গুঞ্জন, ইতিমধ্যেই দিতিপ্রিয়ার জায়গায় জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে প্রযোজনা সংস্থার কথা চলছে।