ধুলোমুঠি সোনা জ্যোতির্ময়ী কুণ্ডুর! ছোটপর্দায় ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন। দ্বিতীয় কাজ দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে! ডিসেম্বরে ছবিমুক্তি। তার আগেই খবর, এ বার তিনি শাকিব খানের নায়িকা।
বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ইদের ছবি শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন। ছবির নাম ‘প্রিন্স’। এ খবর প্রথম দিয়েছিল আনন্দবাজার ডট কম। সেই সময়ে শোনা গিয়েছিল, টলিউডের একাধিক নায়িকাকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে। থাকবেন বাংলাদেশের এক নায়িকাও। সূত্রের খবর, সেই সিদ্ধান্ত বদলেছে। শাকিবের বিপরীতে তিন নয়, দুই নায়িকা থাকবেন। তাঁদের একজন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। দ্বিতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।
আরও পড়ুন:
আরও খবর, ইতিমধ্যেই নাকি নায়িকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজকের। আনন্দবাজার ডট কম তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য গোটা বিষয়টিতে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু। কলকাতা, মু্ম্বই, বাংলাদেশ-সহ নানা জায়গায় শুটিং হবে। ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে ‘অ্যানিম্যাল’-খ্যাত অমিত রায়। প্রসঙ্গত, ছোটপর্দা থেকে একই ভাবে বড়পর্দায় সফল ইধিকা পাল। তিনিও শাকিব খান এবং দেবের হিট নায়িকা। খবর ছড়াতেই তাই টলিউডে গুঞ্জন, সেই পথেই কি হাঁটছেন জ্যোতির্ময়ীও?