Diwali 2017: Monami Ghosh and Agnimitra Paul give safe Diwali messages dgtl - Anandabazar
  • নিজস্ব প্রতিবেদন
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

দীপাবলি হোক আনন্দের, বার্তা দিলেন মনামী ও অগ্নিমিত্রা

Monami Ghosh and Agnimitra Paul

Advertisement

সেজে উঠছে কলকাতা। সেজে উঠছে গোটা দেশ। আলোর এ সাজ দীপাবলির জন্য। কালীপুজোই হোক বা দিওয়ালি— বাজি ফাটানোর চল রয়েছে গোটা দেশে। আর সেখানেই লুকিয়ে থাকে বিপদ। অসাবধান হলে তার মূল্য দিতে হয় ভয়ানক। সে কারণেই আমাদের আবেদন আনন্দের হোক আপনার দীপাবলি। এই উত্সব আলোর, শব্দ বা দূষণের নয়। এই দীপাবলি হোক সকলের।

আরও পড়ুন, রুক্মিণীর মুড অফ, নেপথ্যে কি দেব?

আনন্দের দীপাবলি যেন আনন্দেই শেষ হয়। এই শপথ নিচ্ছে আনন্দবাজার ডট কম। আমরা পাশে পেয়েছি সেলেবদেরও। তাঁরাও এই সুরে সুর মিলিয়েছেন। অভিনেত্রী মনামী ঘোষ সকলকে শুভেচ্ছা জানালেন। পাশাপাশি মনে করিয়ে দিলেন সেফ দিওয়ালির কথাও। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল সাবধান করলেন মহিলাদের। গাউন বা শাড়ির মতো পোশাক পরলে বিশেষ সাবধানতা নিয়ে বাজি ফাটানোর পরামর্শ দিলেন।

আরও পড়ুন, ‘কিশোর কুমারের গান গাইতে গাইতেই বড় হয়েছি আমি’

এই উদ্যোগে আপনারাও আমাদের সঙ্গে থাকুন।

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন
বাছাই খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন