Advertisement
E-Paper

ঢিনচ্যাক পূজা সম্পর্কে এই ভাবেন আমির!

দেওয়ালিতেই আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতেও ইউটিউবে গানের ভিডিও প্রকাশ করে ধীরে ধীরে একটি মেয়ের জনপ্রিয় হয়ে ওঠার গল্পই বলা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ১০:৫৯
ঢিনচ্যাক পূজাকে নিয়ে কী বললেন আমির খান?

ঢিনচ্যাক পূজাকে নিয়ে কী বললেন আমির খান?

ঢিনচ্যাক পূজার গান শুনেছেন? ইউটিউবে গিয়ে ঢিনচ্যাক পূজা লিখলেই আপনি ওঁর অসংখ্য ভিডিও লিঙ্ক পাবেন। তবে দেখা ও শোনার পর সেগুলিকে ‘গান’ বলবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত মতামত।

আরও পড়ুন, আরশি খানের সবটাই মিথ্যে, দাবি আর এক মডেল-অভিনেত্রীর

আরও পড়ুন, ঢিনচ্যাক পূজা সম্পর্কে এই কথাগুলো আপনি জানতেন?

সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জনপ্রিয় হওয়ার কৌশল বেশ পুরনো। সে তালিকায়, এ দেশের ইউটিউব সেনসেশনদের মধ্যে ঢিনচ্যাক পূজা কিন্তু অন্যতম। দেখা গিয়েছে, ঢিনচ্যাক পূজার গান সত্যি সত্যিই লোকে শোনে। এবং একই সঙ্গে প্রবল ভাবে নিন্দা করে। এক কথায় তাঁর সৃষ্টিতে ‘পারফেকশন’-এর অভাব রয়েছে বলেই মনে করেন শ্রোতারা।

এই একই কথা হঠাৎ শোনা গিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের গলায়। ডেইলি ভাস্করের খবর অনুযায়ী, ‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে কথা বলতে গিয়ে আমির খান বলেছেন, ‘‘ও জনপ্রিয় কারণ ও খারাপ! লোকে ওঁর ভিডিও দেখে ওঁকে অপছন্দ করার জন্যই। শুধুমাত্র ঘৃণা করতেই ঢিনচ্যাক পূজার গান শোনে লোকে। কিন্তু ও আলাদা এবং সে জন্যই ও জনপ্রিয়। আর সেটা একেবারেই ভুল নয়। বিগ বস ১১-তেও তো সে জন্য সুযোগ পেয়েছে পূজা ...’’

দেওয়ালিতেই আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতেও ইউটিউবে গানের ভিডিও প্রকাশ করে ধীরে ধীরে একটি মেয়ের জনপ্রিয় হয়ে ওঠার গল্পই বলা হয়েছে।

ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু বলছেন, আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-এর গল্প কিন্তু পরোক্ষে ঢিনচ্যাক পূজারই কথা। যদিও আমির এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।

তবে, ঢিনচ্যাক পূজা যে তাঁর কাজে সফল হয়েছেন, সেটা কিন্তু বলাই যায়।

Aamir Khan Dhinchak Pooja Secret Superstar Film Actor Celebritie Bigg Boss 11 Salman Khan আমির খান ঢিনচ্যাক পূজা সলমন খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy