Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিনোদন

সলমনের ডেবিউয়ের সময় তাঁর আজকের নায়িকাদের বয়স কত ছিল জানেন?

নিজস্ব প্রতিবেদন
১১ অগস্ট ২০১৭ ১৪:৫২
১৯৮৮-তে সলমন খান যখন ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে অভিনয় জীবন শুরু করলেন, তখন জারিন খানের বয়স মাত্র এক বছর। সলমনের সঙ্গে ‘বীর’ ছবিতে কাজ করেছিলেন জারিন।

সলমনের প্রথম ছবি করার বছরে তাঁর ‘দবং’ নায়িকা সোনাক্ষী সিন্‌হাও মাত্র এক বছরের বাচ্চা ছিলেন।
Advertisement
‘লাকি: নো টাইম ফর লভ’-এর নায়িকা স্নেহা উল্লালকে মনে আছে? সলমনের প্রথম ছবির সময় স্নেহাও মাত্র এক বছর বয়সী ছিলেন।

সলমনের অভিনয়ে অভিষেকের বছরে আয়েশা টাকিয়ার বয়স ছিল দু’বছর। ‘ওয়ান্টেড’ ছবিতে আয়েশা সলমনের নায়িকা ছিলেন।
Advertisement
১৯৮৮-তে যখন সলমন কেরিয়ার তৈরি শুরু করলেন, তখন তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নায়িকা সোনম কপূর মাত্র তিন বছরের শিশু।

শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজও ১৯৮৮ সালে মাত্র তিন বছরের শিশু ছিলেন। ‘কিক’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছিলেন জ্যাকলিন।

করিনা কপূর ছোটবেলা থেকেই সলমনের ফ্যান। সলমনের অভিনয় জগতে ডেবিউয়ের সময় করিনার বয়স ছিল আট বছর।