Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bollywood news

সলমনের ডেবিউয়ের সময় তাঁর আজকের নায়িকাদের বয়স কত ছিল জানেন?

সত্যি বলতে সলমন যখন এক জন তারকার জীবন কাটাতে শুরু করে দিয়েছেন, তখন তাঁর আজকের নায়িকারা সবে হাঁটা শিখছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৪:৫২
Share: Save:
০১ ০৭
১৯৮৮-তে সলমন খান যখন ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে অভিনয় জীবন শুরু করলেন, তখন জারিন খানের বয়স মাত্র এক বছর। সলমনের সঙ্গে ‘বীর’ ছবিতে কাজ করেছিলেন জারিন।

১৯৮৮-তে সলমন খান যখন ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে অভিনয় জীবন শুরু করলেন, তখন জারিন খানের বয়স মাত্র এক বছর। সলমনের সঙ্গে ‘বীর’ ছবিতে কাজ করেছিলেন জারিন।

০২ ০৭
সলমনের প্রথম ছবি করার বছরে তাঁর ‘দবং’ নায়িকা সোনাক্ষী সিন্‌হাও মাত্র এক বছরের বাচ্চা ছিলেন।

সলমনের প্রথম ছবি করার বছরে তাঁর ‘দবং’ নায়িকা সোনাক্ষী সিন্‌হাও মাত্র এক বছরের বাচ্চা ছিলেন।

০৩ ০৭
‘লাকি: নো টাইম ফর লভ’-এর নায়িকা স্নেহা উল্লালকে মনে আছে? সলমনের প্রথম ছবির সময় স্নেহাও মাত্র এক বছর বয়সী ছিলেন।

‘লাকি: নো টাইম ফর লভ’-এর নায়িকা স্নেহা উল্লালকে মনে আছে? সলমনের প্রথম ছবির সময় স্নেহাও মাত্র এক বছর বয়সী ছিলেন।

০৪ ০৭
সলমনের অভিনয়ে অভিষেকের বছরে আয়েশা টাকিয়ার বয়স ছিল দু’বছর। ‘ওয়ান্টেড’ ছবিতে আয়েশা সলমনের নায়িকা ছিলেন।

সলমনের অভিনয়ে অভিষেকের বছরে আয়েশা টাকিয়ার বয়স ছিল দু’বছর। ‘ওয়ান্টেড’ ছবিতে আয়েশা সলমনের নায়িকা ছিলেন।

০৫ ০৭
১৯৮৮-তে যখন সলমন কেরিয়ার তৈরি শুরু করলেন, তখন তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নায়িকা সোনম কপূর মাত্র তিন বছরের শিশু।

১৯৮৮-তে যখন সলমন কেরিয়ার তৈরি শুরু করলেন, তখন তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নায়িকা সোনম কপূর মাত্র তিন বছরের শিশু।

০৬ ০৭
শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজও ১৯৮৮ সালে মাত্র তিন বছরের শিশু ছিলেন। ‘কিক’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছিলেন জ্যাকলিন।

শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজও ১৯৮৮ সালে মাত্র তিন বছরের শিশু ছিলেন। ‘কিক’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছিলেন জ্যাকলিন।

০৭ ০৭
করিনা কপূর ছোটবেলা থেকেই সলমনের ফ্যান। সলমনের অভিনয় জগতে ডেবিউয়ের সময় করিনার বয়স ছিল আট বছর।

করিনা কপূর ছোটবেলা থেকেই সলমনের ফ্যান। সলমনের অভিনয় জগতে ডেবিউয়ের সময় করিনার বয়স ছিল আট বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE