Advertisement
E-Paper

রাজনীতি ছেড়ে সিনেমায় বিনিয়োগ রাহুল গান্ধীর! তাও আবার রণবীর সিংহের ছবিতে প্রকাশ্যে এল সত্যিটা

রণবীর সিংহের ‘ধুরন্ধর’ ছবির প্রযোজকের ভূমিকায় নাকি রাহুল গান্ধী! ছবির পোস্টারে কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় নাম লেখা রয়েছে রাহুল গান্ধীর। এই নিয়ে তোলপাড় নেটপাড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৯:২০
Does Congress leader Rahul Gandhi turns Executive Producer in Ranveer Singh Upcoming movie Dhurandhar

সত্যিই রণবীরের সিনেমায় প্রযোজকের ভূমিকায় থাকছেন রাহুল? ছবি: সংগৃহীত।

সোমবার রণবীর সিংহের ৪০তম জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। প্রথম দর্শনেই রণবীর প্রশংসা পেয়েছেন অভিনয় ও সাজের জন্য। কিন্তু তার পাশাপাশি ২০ বছর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন অভিনেতা। এ বার এই ছবিকে ঘিরে নতুন গুঞ্জন। এই ছবির প্রযোজকের ভূমিকায় নাকি রয়েছেন রাহুল গান্ধী! ছবির পোস্টারে কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় নাম লেখা রয়েছে রাহুল গান্ধীর। এই নিয়ে তোলপাড় নেটপাড়া।

গত লোকসভা ভোটে মোটের উপর ভাল ফল করে বিজেপিকে রীতিমতো চাপের মুখে ফেলে ‘ইন্ডিয়া জোট’, যার অন্যতম মুখ ছিলেন রাহুল গান্ধী। রাজনীতির ময়দানে যখন পায়ের তলার মাটি শক্ত হচ্ছে সেই সময় কি বিকল্প রোজগারের পথ খুঁজছিলেন রাহুল? সমাজমাধ্যমে রণবীর সিংহরের এই আসন্ন ছবি নিয়ে জল্পনার পাশপাশি নেটাগরিকদের অনেকেই উৎসাহী রাহুলের সিনেমাজগতে আসা নিয়ে। অনেকে আবার নাকি সর্তকও করছেন রাহুলকে। এ বার জানা গেল যে ‘রাহুল গান্ধী’কে নিয়ে এত হইচই, তিনি রাজনীতিক রাহুল গান্ধী নন। এই রাহুল গান্ধী বহু বছর ধরে সিনেমার সঙ্গে জড়িত। তিনি ‘রুস্তম’, ‘লাকি ভাস্কর’ এর মতো ছবি এবং ‘মুম্বই ডায়েরিজ়’, ‘রকেট বয়েজ়’, ‘ফর্জি’, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো সিরিজ়ে কাজ করেছেন। চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে রণবীর সিংহের ছবি ‘ধুরন্ধর’।

Rahul Gandhi Congress Leader Ranveer Singh Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy