পুজোয় দেব-শুভশ্রী জুটি ফিরছেন। সেই উত্তেজনা তো আছেই। তাকে ছাপিয়ে গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন নিয়ে দেবের বক্তব্য। সেই বক্তব্য এ বার রাজ চক্রবর্তীর কথাতেও। আনন্দবাজার ডট কম-কে রাজ বলেছেন, “প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইতেও রাজি। অনির্বাণের মতো অভিনেতার বড়পর্দায় ফেরা প্রয়োজন।”
কী প্রসঙ্গে উঠেছে এই কথা? ‘দেশু ৭’র (পড়ুন দেব-শুভশ্রী) পুজোর ছবিতে অনির্বাণ থাকতে পারেন। তাঁকে দেখা যেতে পারে খলনায়ক চরিত্রে। এমনই এক সম্ভাবনার কথা শোনা গিয়েছে। নতুন বছরের স্ক্রিনিং কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন দেব। তাঁকে অনির্বাণের অভিনয়ে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে দেব বলেন, ‘‘আমি অনুরোধ করব, যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তা হলে আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনির্বাণকে প্লিজ় কাজ করতে দিন। এমন একজন অভিনেতা, যার বাংলায় দরকার। এবং বাংলায় এখনও ওর অনেক অবদান বাকি আছে। আমি অনুরোধ করব মমতাদি এবং অভিষেককে, যাঁরা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছেন। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকেও বলব যে, প্লিজ় এটা দেখুন।’’
দেবের সেই বক্তব্য ইনস্টাগ্রাম ‘স্টোরি’তে ভাগ করে নিয়েছেন রাজ। তার নীচে ক্যাপশন, #হোককলরব। রাজও কি দেবকেই সমর্থন করছেন? জবাবে রাজ বলেন, “দেবকে সমর্থন করছি। কারণ আমিও মনে করি, এ বার অনির্বাণের মতো অভিনেতার অভিনয়ে ফেরা দরকার। ওর মতো অভিনেতাকে বড়পর্দার প্রয়োজন।” দেব যেমন অনির্বাণের জন্য ক্ষমা চাইতে রাজি, একই ভাবে তাঁর জন্য ‘পা ধরতে’ও রাজি রাজ। “অনির্বাণের জন্য প্রয়োজনে যদি পা ধরে ক্ষমা চাইতে হয়, তাতেও আপত্তি নেই। কিন্তু ছেলেটা কাজে ফিরুক।” রাজের যুক্তি, “‘হোক কলরব’ আমার ছবির নাম। কারণ, আমিও অন্যায়ের প্রতিবাদে বিশ্বাসী। এই জন্যই ‘আমি স্টোরি’তে ওই হ্যাশট্যাগ দিয়েছি। আমার ছবির বিষয়ও তো অন্যায়ের প্রতিবাদ নিয়েই।”
ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণেই টলিউডে ‘নিষিদ্ধ’ অনির্বাণ। অদৃশ্য অঙ্গুলিহেলনে তিনি কাজ পাচ্ছেন না! সেই সময়ে শোনা গিয়েছিল, অনির্বাণের উপরে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ নাকি জারি করে রেখেছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। রাজ আর দেব কি প্রয়োজনে ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলবেন? রাজ এ বারেও স্পষ্টভাষী। তাঁর সাফ কথা, “টলিউড একটি পরিবার। আমরা সেই পরিবারের অন্তর্গত। সেখানে এক বা একাধিক জন যদি কাজ করতে না পারেন তা হলে তাঁকে ফেরাতে যা যা করতে হয়, আমরা সবাই মিলে সেটাই করব।”