Advertisement
০৬ ডিসেম্বর ২০২২

‘ওয়েলকাম ব্যাক’এ দ্বিগুণ মজার অপেক্ষা

ফিরোজ এ নাদিয়াদওয়ালার হাত ধরে ফের বড়পর্দায় হাসির তুফান উঠবে। ২০০৭-এ ‘ওয়েলকাম’এর পর এ বার ‘ওয়েলকাম ব্যাক’। প্রথম ছবির তুলনায় দ্বিগুণ মজা থাকছে দ্বিতীয় ছবিতে, জানিয়েছেন প্রযোজক ফিরোজ। পরিচালকের দায়িত্ব সামলাবেন আনিজ বাজমি-ই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:০০
Share: Save:

ফিরোজ এ নাদিয়াদওয়ালার হাত ধরে ফের বড়পর্দায় হাসির তুফান উঠবে। ২০০৭-এ ‘ওয়েলকাম’এর পর এ বার ‘ওয়েলকাম ব্যাক’। প্রথম ছবির তুলনায় দ্বিগুণ মজা থাকছে দ্বিতীয় ছবিতে, জানিয়েছেন প্রযোজক ফিরোজ। পরিচালকের দায়িত্ব সামলাবেন আনিজ বাজমি-ই। যদিও ‘ওয়েলকাম’এর অক্ষয়-ক্যাটরিনা জুটিকে এ বার দেখা যাবে না পর্দায়। তবে ‘উদয় ভাই’ নানা পাটেকর, ‘মজনু ভাই’ অনিল কপূরের সঙ্গে অবশ্যই দেখা যাবে পরেশ রাওয়ালকে। এ ছাড়াও ‘ওয়ান্টেড ভাই’-এর চরিত্রে থাকছেন নাসিরুদ্দিন শাহ। জন আব্রাহামকে দেখা যাবে ‘অজ্জু ভাই’-এর ভূমিকায়। ডিম্পল কাপাডিয়া, শ্রুতি হসন এবং অঙ্কিতা শ্রীবাস্তবের মতো সুন্দরীদেরও দেখা যাবে ছবিতে। ‘ওয়েলকাম ব্যাক’-এর ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে ওয়েব দুনিয়ায়। তাই ছবি নিয়ে বেশ আশাবাদী ফিরোজ। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.