Advertisement
E-Paper

কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ! ডিনো মোরিয়ার বাড়িতে তদন্ত চালালেন ইডি আধিকারিকরা

প্রায় ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল-অভিনেতা ডিনো মোরিয়ার। এ বার অভিনেতার বাড়িতে ঢুকে পড়লেন ইডির আধিকারিকরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১২:৫৭
ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা।

ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা। ছবি: সংগৃহীত।

৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল অভিনেতা ডিনো মোরিয়ার। মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় ডিনোকে তলব করে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। জানা গিয়েছে সম্প্রতি মুম্বই এবং কেরলের ১৫টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তার মধ্যে রয়েছে ডিনো মোরিয়ার বাড়িও। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি অভিনেতা। মুম্বইয়ের বন্যা আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে নাব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। অভিযোগ ওঠে, নদী থেকে পলি তোলার জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল, তা সঠিক জায়গায় খরচ করা হয়নি। এই ঘটনায় তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকা দুই মিডলম্যানের সঙ্গে ডিনোর যোগসূত্রের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি পেশের মতো গরমিল। তারই পাশাপাশি রয়েছে তহবিল তছরুপের অভিযোগও। অর্থাৎ, নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, তা ওই খাতে কখনও খরচই করা হয়নি। তদন্তে জানা গিয়েছে, ঠিকাদারেরা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে। পাশাপাশি, প্রায় ৩ কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে যেমন বিশাল ক্ষতি হয়েছে, তেমনই মুম্বইয়ের মতো শহরে আসন্ন বর্ষার প্রস্তুতিও বিশ বাঁও জলে। মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ।

কিন্তু এই দুর্নীতির সঙ্গে কী ভাবে অভিনেতা যুক্ত ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই ডাকা হয়েছে ডিনোকে।

সোমবার সকাল থেকেই মুম্বইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত। জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টায় নরিমন পয়েন্টে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুরলা, সায়ন, দাদর, ও পরেল-সহ একাধিক এলাকার নিচু অঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়ে।

Tollywood Bollywood Actor Enforcement Directorate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy