দু ’সপ্তাহের মধ্যে করোনা কেড়ে নিল একই পরিবারের দু’টি প্রাণ। চলে গেলেন অভিনেতা দিলীপকুমারের আরও এক ভাই, এহসান খান।
বুধবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মারা গিয়েছেন ৯০ বছর বয়সি এহসান। হাইপারটেনশন, হৃৎপিণ্ডের সমস্যা ও অ্যালজ়াইমার্সে ভুগছিলেন তিনি আগে থেকেই। গত ২১ অগস্ট এহসানের চেয়ে বয়সে কয়েক বছরের ছোট ভাই আসলাম খানও করোনায় প্রাণ হারান।
দিলীপকুমারের দুই ভাইকেই গত মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শ্বাসকষ্ট নিয়ে, পরে দু’জনেরই কোভিড-১৯ রিপোর্ট পজ়িটিভ আসে ও শারীরিক অবস্থার অবনতি হয়। অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ এক বন্ধু টুইট করে এহসানের মৃত্যুর খবর জানান।
তবে ভাল আছেন দিলীপকুমার। ৯৭ বছর বয়স হয়েছে অভিনেতার। এই সময়ে অতিরিক্ত সাবধানতা ও যত্ন নেওয়া হচ্ছে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে। পাশে রয়েছেন স্ত্রী সায়রা বানুও।
Cap: ভাইদের সঙ্গে দিলীপ