Advertisement
E-Paper

মুখের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন! কোন নায়িকাকে চুমু খেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ইমরানের?

‘মার্ডার’, ‘অকসর’, ‘আশিক বনায়া আপনে’ থেকে শুরু করে ‘জন্নত’, প্রায় সব ছবিতেই চুমু খেয়েছেন ইমরান। কোন ছবির নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা হয়েছিল অভিনেতার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৭:১৩
Emraan Hashmi revealed his best and worst kissing experience with his heroines

চুম্বনের খারাপ অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি ছবিতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি। অথচ বাস্তবে তাঁর জীবন শুধুই তাঁর স্ত্রীকেন্দ্রিক। কোনও নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যের জন্য তাঁকে চুম্বনের রাজাও বলা হয়। তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন ইমরান।

এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরানের। সেই ঘটনা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। ‘মার্ডার’, ‘অকসর’, ‘আশিক বনায়া আপনে’ থেকে শুরু করে ‘জন্নত’, প্রায় সব ছবিতেই চুমু খেয়েছেন ইমরান। কোন ছবির নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা হয়েছিল অভিনেতার? তা খোলসা করেননি ইমরান। অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভাল, তা ভাগ করে নিয়েছিলেন তিনি।

সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন? প্রশ্ন করা হয়েছিল ইমরানকে। অভিনেতা বলেছিলেন, “মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা। যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন। খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে, সেটা আমি বলব না। এটুকু বলতে পারি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখে যেমন গন্ধ হয়, তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি।” এই ভিডিয়োর অংশ ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ইমরানের অনুরাগীরা জল্পনা শুরু করে দেন খারাপ চুম্বনের বিষয়ে। তবে তা কখনওই প্রকাশ্যে আনেননি ইমরান। ‘মার্ডার ২’ ছবিতে জ্যাকলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভাল ছিল বলে জানিয়েছিলেন ইমরান।

Emraan Hashmi Mallika Sherawat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy