দ্বিতীয় বারের জন্য কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী এষা দেওল। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন এষা নিজেই।
গতকাল মেয়ের জন্ম দিয়েছেন এষা। নাম রেখেছেন মিরায়া। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে।
দু’বছর আগে বড় মেয়ে রাধ্যার জন্ম দিয়েছেন এষা। দ্বিতীয়বার সন্তান সম্ভাবনার খবর রাধ্যার ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে জানিয়েছিলেন এষা। সেখানে লেখা ছিল, ‘আমি দিদি হতে চলেছি’।
এষা, ভরত দু’জনে মিলেই মেয়ের নাম রেখেছিলেন। রাধা থেকেই রাধ্যা নামের আবির্ভাব। যার অর্থ আরাধ্য বা আরাধনা করা।
২০১২-র ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের পর ওই বছরই জুনে বিয়ে করেন এষা ও ভরত। দু’জনেই ছোটবেলার বন্ধু। পরে নিজেদের কেরিয়ার তৈরির জন্য আলাদা হয়ে যান তাঁরা। পরে ‘টেল মি ও খুদা’ ছবির সেটে ফের দেখা হয় এষা ও ভরতের।
আরও পড়ুন, ‘আগের থেকেও ভয়ঙ্কর দেখতে লাগছে’, ট্রোলিংয়ের মুখে বলি নায়িকা!
মেয়ে হওয়ার পর ‘কেকওয়াক’ নামের একটি শর্টফিল্ম দিয়ে কামব্যাক করছেন এষা। মেয়েকে সময় দেওয়া তাঁর প্রথম প্রায়োরিটি ছিল। এখন দুই মেয়েকে নিয়ে শুরু হল এষার নতুন জার্নি।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে। )
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।