এষা দেওলের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
কনসিভ করার পর ইনস্টাগ্রামেই প্রথম দিয়েছিলেন বেবি বাম্পের ছবি। কিন্তু তখনও অ্যাকাউন্ট ছিল না নিজের। ছোটবেলার বন্ধু সেফ শিলারনা ভেজ-এর সঙ্গে তুলেছিলেন ছবিটি। এষার সেই বন্ধুই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এষার বেবি বাম্পের ছবি।
আরও পড়ুন- বলছেন তিনি ‘সঞ্জয়-কন্যা’, প্রশ্ন ‘ইন্দু’তে
সম্প্রতি এষাও একটি কেকের দোকানে গিয়ে নিজের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। তবে এ বার প্রথম অফিসিয়ালি ইনস্টাগ্রামে এলেন এষা দেওল। সঙ্গে অবশ্যই তাঁর বেবি বাম্প।!!!! 😋 ! !!! (_)
Hummmmm!!!! And my expression says it all 😋 waiting for my cup cakes ! Need the sugar rush as I shop !!! pic.twitter.com/fi6rzay07h
— Esha Deol (@Esha_Deol) June 28, 2017
সম্প্রতি এষাও একটি কেকের দোকানে গিয়ে নিজের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। তবে এ বার প্রথম অফিসিয়ালি ইনস্টাগ্রামে এলেন এষা দেওল। সঙ্গে অবশ্যই তাঁর বেবি বাম্প। (_)
এপ্রিল মাসের শেষের দিকে হেমা মালিনি প্রথম টুইট করে মেয়ে এষার প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন। আপাতত স্বামী ভরত তখতানির সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন নায়িকা। সব ঠিক থাকলে চলতি বছর শীতেই মা হবেন এষা।
বেড়াতে গিয়ে সময় কাটানোর জন্য শপিং মলে গিয়েছিলেন ‘ধুম’-এর নায়িকা। সেখানে গিয়েও আগেই ঢুঁ মারলেন কিডস স্টোরে। সেখান থেকে ছোট্ট একটি বেবি কট-ও কেনেন এষা। সেটি হাতে নিয়েই ছবি তোলেন। পোস্ট করেন নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫ হাজার ফলোয়ার ফলো করেছেন এষার নতুন পেজ। নিজের ফেসবুক পেজে এষার ছবিটি দিয়ে নায়িকাকে ইনস্টাগ্রামে ‘ওয়েলকাম’ জানিয়েছেন অভিষেক বচ্চন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy