Advertisement
E-Paper

ফেডারেশন ছাড়াই শ্যুটিং

ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন-এর টেকনিশিয়ানদের ছাড়াই ‘চালবাজ’ ছবির শ্যুটিং করার সিদ্ধান্ত নিয়েছে এস কে মুভিজ। গত জুন মাসে তাঁরা লন্ডনে শ্যুটিং করতে গিয়েও ফেডারেশনের অসহযোগিতার কারণে শ্যুট করতে পারেননি।

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ০৯:০০
শুভশ্রী

শুভশ্রী

ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন-এর টেকনিশিয়ানদের ছাড়াই ‘চালবাজ’ ছবির শ্যুটিং করার সিদ্ধান্ত নিয়েছে এস কে মুভিজ। গত জুন মাসে তাঁরা লন্ডনে শ্যুটিং করতে গিয়েও ফেডারেশনের অসহযোগিতার কারণে শ্যুট করতে পারেননি। এ ব্যাপারে এস কে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা ফোনে বললেন, ‘‘ফেডারেশন আমাদের বিরোধিতা করেছে। আর আমার ক্লোজ টেকনিশিয়ানদের ভয় দেখিয়ে বলেছে, এস কে মুভিজের সঙ্গে কাজ করবে না। ডিসেম্বরে ছবিটা মুক্তি পাবে। তাই শুভশ্রী এবং শাকিব খানের ডেট নেওয়া ছিল। ফেডারেশনের বাইরে থেকে টেকনিশিয়ান নিয়েই শ্যুটের সিদ্ধান্ত নিয়েছি। ৩ সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু হবে। ফেডারেশন আমার কাছ থেকে অ্যাপোলজির চিঠি চেয়েছে, যাতে নিজেদের দোষ ঢাকতে পারে। এখনও ওরা আমাদের উপর থেকে নন-কোঅপারেশন তোলেনি। আমরা তাই ফেডারেশনের বিরুদ্ধে কেস করেছি।’’ এ বার তা হলে কাদের নিয়ে কাজ করবেন? উত্তরে হিমাংশু বললেন, ‘‘নাম ডিসক্লোজ করছি না। ফেডারেশন ওদের ভয় দেখাতে পারে।’’ তিনি গতকাল লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছেন। কয়েক দিনের মধ্যে যাবেন নায়িকা শুভশ্রীও। তিনি বললেন, ‘‘আমাদের ফোকাস ভাল কাজ। আর্টিস্ট হিসেবে আমার প্রোডিউসারকে অবশ্যই সাপোর্ট করব।’’ কনফিডেন্ট শোনাল তাঁর গলা।

Subhasree Ganguly Eskay Movies Federation of Cine Technicians & Workers of Eastern India FCTWEI শুভশ্রী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy