Advertisement
E-Paper

অনিরুদ্ধ ক্যাফে

অ্যাদ্দিনকার বাঁধা ছকের বাইরে তিনি। অনিরুদ্ধ রায়চৌধুরী-র নতুন মডেল— মাল্টিস্টারার ছবি। আনন্দplus-কে জানালেন সেই খবর। শুনলেন ইন্দ্রনীল রায়‘বুনো হাঁস’য়ের পর টোনির ছবিতে আবার দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে, যদিও এই ছবিতে তিনি করছেন এক ক্যামিও চরিত্র। বুধবার সকালে বৃষ্টি ভেজা রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের শামিয়ানায় বসে আনন্দplus-কেই প্রথম খবরটা দিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:০১

আমস্টারডমের ক্যাফেতে ভালবাসেন প্যান কেক খেতে। মায়ামির ক্যাফেতে তাঁর পছন্দ এগ বেনেডিক্ট। আর লন্ডনের পিকাডেলি সার্কাসে তাঁর প্রিয় ক্যাফেতে গেলেই অর্ডার করেন টুনা স্যান্ডউইচ।

টলিউডের প্রায় সবাই, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্যাফের প্রতি এই ভালবাসার কথা জানেন। এবং সেই ক্যাফে প্রীতিকে এ বার আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

‘বুনো হাঁস’য়ের পর এ বার শুরু করতে চলেছেন তাঁর পরবর্তী ছবি। নাম ‘ক্যাফে কিনারা’।

কে কে আছেন ছবিতে?

গত জানুয়ারি মাসে প্রকাশিত আনন্দplus-য়ের ‘ফ্যাব ফাইভ’ লিস্টে ছিলেন পরম, যিশু, শাশ্বত, ঋত্বিক ও আবীর। সেই লিস্ট থেকে আবীর ছাড়া বাকি চারজনই অভিনয় করছেন ‘ক্যাফে কিনারা’তে।

চারজন নায়ক? আর নায়িকা?

‘বুনো হাঁস’য়ের পর টোনির ছবিতে আবার দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে, যদিও এই ছবিতে তিনি করছেন এক ক্যামিও চরিত্র। এ ছাড়া রয়েছেন পায়েল সরকার।

বুধবার সকালে বৃষ্টি ভেজা রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের শামিয়ানায় বসে আনন্দplus-কেই প্রথম খবরটা দিলেন পরিচালক। বহু চাপাচাপিতেও প্রযোজকের নাম বলানো গেল না তাঁর মুখ থেকে। যদিও জানা গেল যে শ্যুটিং শুরু হবে পুজোর ঠি ক পর থেকেই।

স্কাইপে স্ক্রিপ্ট

‘‘‘বুনো হাঁস’য়ের পরপরই এই ছবিটা নিয়ে ভাবনাচিন্তা শুরু করি। আমার এক বন্ধু আর্যনীল মুখোপাধ্যায় থাকেন আমেরিকার সিনসিনাটিতে। ও একই সঙ্গে কবি, ইঞ্জিনিয়ার এবং ম্যাথমেটিশিয়ান। গত দেড় বছর ধরে স্কাইপে বসে আমরা ছবিটার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছি। ছবির স্ক্রিপ্ট ও লিখেছে, কাহিনিসূত্র আমার,’’ ব্রাজিল থেকে কেনা এম্পোরিও আর্মানির চশমার ফ্রেম মুছতে মুছতে বলছিলেন অনিরুদ্ধ।

আসলে অনিরুদ্ধ মানেই ‘গুড লাইফ’। সকালে গল্ফ, বিকেলে সিঙ্গল মল্ট। এই গুড লাইফের প্রতিফলন তাঁর ছবিতেও দেখা যায়। এবং সেই জন্যই নাকি অনিরুদ্ধর ছবির বাজেট বেশির দিকে থাকে। যেখানে আজকের টলিউডে মাল্টিপ্লেক্সের ছবির বাজেট আশি লক্ষ থেকে দেড় কোটির মধ্যে থাকলে টাকা তুলতে সুবিধে হয়, সেখানে বেশি বাজেটের ছবি থেকে টাকা তোলার কি কোনও নতুন ফর্মুলা বের করেছেন অনিরুদ্ধ?

টোনিকে লিয়ে জাদু কি ঝাপ্পি

‘‘এটা একটা মিথ যে আমি বেশি টাকায় ছবি করি। আপনাকে কিছু কথা বলতে চাই এ বিষয়ে,’’ বলে জল খান অনিরুদ্ধ।

সিগারেট ধরিয়ে বলেন, ‘‘আমি ‘অনুরণন’ করেছিলাম এক কোটি আটত্রিশ লক্ষ টাকায়। শ্যুটিং করেছিলাম লন্ডন, কলকাতা আর সিকিমে। ‘অন্তহীন’ করেছিলাম দেড় কোটি টাকায়। কারা অভিনয় করেছিলেন আপনারা জানেন। ‘অপরাজিত তুমি’ করেছিলাম আড়াই কোটি টাকায়। পুরো শ্যুটিং হয়েছিল আমেরিকায়, সঙ্গে প্রসেনজিতের মতো সুপারস্টার। ‘বুনো হাঁস’‌য়ের বাজেট ছিল তিন কোটি। শ্যুটিং করেছিলাম কলকাতা, ব্যাঙ্কক, পুণে, বাংলাদেশ ও মুম্বইতে। এর থেকে বেশি বাজেটের ছবি কি হয় না টলিউডে? আপনারাই তো সাত কোটি, আট কোটি বাজেটের ছবি নিয়ে নিয়মিত লেখেন। তাহলে আমার ব্যাপারে এটা বলা হবে কেন?’’ গম্ভীর ভাবে বলেন তিনি।

তার পর নিজেই জানান কী ভাবে মুম্বইতে বিধু বিনোদ চোপড়া থেকে রাজ কুমার হিরানি সবাই চমকে গিয়েছেন তাঁর ছবির বাজেট শুনে।

‘‘বিধুজি ‘বুনো হাঁস’‌য়ের বাজেট শুনে রিলায়্যান্সে মেল করে বলেছিলেন, ‘টোনিকে লিয়ে জাদু কি ঝাপ্পি’। ‘অন্তহীন’‌য়ের বাজেট শুনে রাজু হিরানি বলেছিল, ও ওর প্রোডাকশন ম্যানেজারকে পাঠাবে আমার অফিসে। এটা একটা ইমেজ যেটা তৈরি হয়েছে। আমি ভাঙতেও চাই না, ইমেজ হওয়া তো ভাল ব্যাপার,’’ হেসে বলেন অনিরুদ্ধ।

জয় গুরু

অনিরুদ্ধর ইমেজ, তাঁর ছবির বাজেট— সিনেমা ট্রেডের ও সব কচকচানি নিয়ে বেশি ভাবতে চান না ‘ক্যাফে কিনারা’র অভিনেতারা। তাঁরা অপেক্ষা করছেন কবে অনিরুদ্ধের সঙ্গে শ্যুটিং শুরু হবে তা নিয়ে।

‘‘অনেক দিন ধরেই টোনিদার সঙ্গে কাজ করার কথা চলছিল। অবশেষে সেটা হতে চলেছে। ভাল সিনেমা থেকে সিঙ্গল মল্ট— টোনিদার সঙ্গে নানা বিষয়েই আমি কানেক্ট করি। আর আজকের টলিউডে টোনিদা খুব গুরুত্বপূর্ণ একজন পরিচালক। ব্যক্তিগত ভাবে আমার ‘বুনো হাঁস’ ছবিটাও দারুণ লেগেছিল। আর আবীর ছাড়া আনন্দplus-এর সেই ‘ফ্যাব ফাইভ’‌য়ের চারজন তো এই ছবিতেই রয়েছে। ফাটিয়ে মজা হবে। টোনিদার মতো বললে, বলতে হয় জয় গুরু,’’ হল্যান্ড থেকে ফোনে বলছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

পরম, যিশু, শাশ্বত, ঋত্বিকের সঙ্গে কাজ করতে পেরে খুশি টোনিও। ‘‘চারজন দারুণ অভিনেতা। অভিনয় নিয়ে কোনও কথা হবে না সেটা এখনই বলে দেওয়া যায়,’’ বলেন তিনি।

‘বুনো হাঁস’‌য়ের পর শোনা যাচ্ছিল তাঁর পরের ছবিতেও দেব থাকবেন। এই ছবিতে ‘বুনো হাঁস’‌য়ের অমলের কথা ভাবেননি?

‘‘অনেক বার ভেবেছিলাম। কিন্তু ‘ক্যাফে কিনারা’‌তে ওর জন্য রোল বের করতে পারিনি। আমি ওর জন্য অন্য একটা ছবি লিখছি,’’ সানি সাইড আপ খেতে খেতে বলেন অনিরুদ্ধ।

আমার হোমকামিং

খাওয়া যে এই ছবির একটা বড় অংশ হতে যাচ্ছে সেটা শ্যুটিংয়ের আগেই বুঝে গিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

‘‘একে টোনির ছবি। তার উপর ক্যাফের গল্প। ছবির শ্যুটিংয়ের পর সবার পাঁচ কেজি করে ওজন বাড়বেই,’’ আমেরিকা যাওয়ার আগে বলছিলেন শাশ্বত।

‘ক্যাফে কিনারা’য় কাজ করতে পেরে একটি বিশেষ কারণে খুশি যিশু সেনগুপ্তও।

‘‘আমার তখন দশ বছর বয়স। সেই সময় হরলিক্সের একটা বিজ্ঞাপন করেছিলাম টোনিদার সঙ্গে। ওটাই আমার ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো। সেখান থেকে আজ ‘ক্যাফে কিনারা’তে টোনিদার সঙ্গে কাজ করব, এটা ভেবেই দারুণ লাগছে। এক প্রকার হোমকামিং। সঙ্গে পরম, ঋত্বিক, অপুদা— হুল্লোড় হবে প্রচুর,’’ বলছেন যিশু। এখনও অবধি যা খবর, টোনির আগের ছবিগুলোর মতো এই ছবিতেও সঙ্গীত পরিচালনা করবেন শান্তনু মৈত্র। ‘‘হ্যাঁ, আমি এক টিমের সঙ্গেই কাজ করতে স্বচ্ছন্দ। যদিও শান্তনুর সঙ্গে এখনও আমার কোনও কথা হয়নি। এ ছাড়াও অনিন্দ্য, চন্দ্রিল, শ্রীজাত থাকবে,’’ বলেন টোনি।

যা খবর, আর কিছু দিনের মধ্যেই বাকি কাস্ট ঠিক করে ফেলবেন পরিচালক। তিনি নিজেই জানালেন, ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভেবেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা। কলকাতা ছাড়াও কর্নাটকের হাম্পিতেও শ্যুটিং হবে।

সব মিলিয়ে পরের বছর ‘ক্যাফে কিনারা’ যে টলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে সেটা এখনই বলে দেওয়া যায়। অনিরুদ্ধর ছবি, সঙ্গে অত বড় কাস্টিং— হইহই হওয়ারই কথা।

কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়। ‘ক্যাফে কিনারা’য় কী পাওয়া যাবে?

‘‘কিছু বন্ধু পাওয়া যাবে। তাদের সুখ-দুঃখের গল্প পাওয়া যাবে। একটা থ্রিলার পাওয়া যাবে। আর পাওয়া যাবে জীবনের গল্প। এখন অবধি এতটাই, বাকিটা ক্রমশ প্রকাশ্য,’’ বলে মুচকি হাসেন পরিচালক।

অনিরুদ্ধর ক্যাফে প্রীতি।

‘ক্যাফে কিনারা’।

ছবি: সুব্রত কুমার মণ্ডল।

Indranil Roy Aniruddha Roy Chowdhury Exclusive interview Bengali Film tolly wood abpnewsletters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy