Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘ভাবতাম, যদি কোনও দিন হিরো হই, তা হলে হৃতিকের মতো নাচতে হবে’

পরিশ্রম করে তৈরি করা ইমেজ ভাঙতে চান না। বললেন টাইগার শ্রফআমার ছোটবেলার হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, এটা এখনও ঠিক মতো বিশ্বাস করতে পারিনি!

টাইগার

টাইগার

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০০:০১
Share: Save:

প্র: ছবি রিলিজ়ের আগে কতটা উত্তেজনা হচ্ছে?

উ: আমি এই মুহূর্তে খুব ঘাবড়ে রয়েছি। একই সঙ্গে উত্তেজিতও। ঘাবড়ে থাকার প্রধান কারণ, দর্শকের এত বেশি প্রত্যাশা রয়েছে ‘ওয়র’কে ঘিরে। শুধু মনে হচ্ছে, যেন দর্শকের মান রাখতে পারি।

প্র: এই প্রথম যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করলেন আপনি...

উ: এর আগে এত বড় স্কেলের, বিগ বাজেটের ছবিতে কাজ করিনি কখনও। ওরা আমাকে খুবই প্যাম্পার করেছে পুরো সময়টা ধরে। এত নামী শিল্পী, টেকনিশিয়ানদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটাই আমার কাছে বড় ব্যাপার।

প্র: হৃতিকের সঙ্গে দৃশ্যগুলোয় নার্ভাস ছিলেন?

উ: আমার ছোটবেলার হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, এটা এখনও ঠিক মতো বিশ্বাস করতে পারিনি! আমি আজ যা কিছু, সবটাই হৃতিক রোশনের জন্য। ওঁকে দেখে, অনুকরণ করে বড় হয়েছি।

প্র: কোনও বিশেষ টিপ্‌স পেলেন ওঁর কাছ থেকে?

উ: ‘জয় জয় শিবশঙ্কর’ নাচের শুটিংয়ে আমি সব সময়ে ওঁর পাশে পাশে ছিলাম। কত কিছু যে শিখেছি, বলার নয়। ছোটবেলা থেকে ভাবতাম, যদি কোনও দিন হিরো হই, তা হলে হৃতিকের মতো নাচতে হবে। ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে একটা করে হৃতিকের নাচ তুলতাম। কোনও দিন ভাবিনি ওঁর সঙ্গে পারফর্ম করব। সংলাপ বলার সময়েও সাহায্য করতেন উনি।

প্র: আপনার আড়াই মিনিটের এন্ট্রি সিনটা কতটা কঠিন ছিল?

উ: একটাও কাট ছিল না দৃশ্যটায়। আড়াই মিনিট ধরে সমানে অ্যাকশন করে যেতে হয়েছিল আমায়। রীতিমতো কঠিন ব্যাপারটা। গোটা ছবিতে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওটাই।

প্র: টাইগার শ্রফ বলতেই অ্যাকশন আর ডান্স মনে আসে প্রথমেই। নিজেকে ভাঙতে চাইবেন কখনও?

উ: এত দিনের পরিশ্রমে যে ইমেজটা তৈরি করেছি, যে জন্য মানুষ আমায় চেনেন, সেটা এখনই ভেঙে বেরোতে চাই না। এই জ়ঁরে পরিচিতি পেয়ে আমি খুশি।

প্র: আপনার আইডল হৃতিক কিন্তু নিজেকে ভেঙেছেন। সম্প্রতি আনন্দ কুমারের চরিত্রেও অভিনয় করলেন।

উ: ভবিষ্যতে হয়তো করব। কিন্তু এখনই নয়। সবে তো শুরু করেছি। অ্যাকশন জ়ঁরটাই আরও এক্সপ্লোর করতে চাই।

প্র: বাবার (জ্যাকি শ্রফ) নতুন ছবি ‘প্রস্থানম’ দেখেছেন?

উ: না, শুটিং-প্রোমোশন মিলিয়ে সময় করে উঠতে পারিনি।

প্র: ‘বাগী থ্রি’ আগের দুটো ছবির চেয়ে কতটা আলাদা?

উ: পুরোটাই আলাদা। এ বারের স্টোরিলাইন আরও জমজমাট। আমরা সকলেই খুব খাটছি ছবিটার জন্য।

প্র: দিশা পাটনির সঙ্গে আপনার সম্পর্কটা কবে সামনে আনবেন?

উ: (হেসে) ব্যক্তিগত জীবন নিয়ে কথা তো হতেই থাকবে। এগুলো সেলেবদের জীবনের অঙ্গ। এখন ‘বাগী থ্রি’র শুটিং আর ‘ওয়র’-এর প্রোমোশন নিয়ে এত ব্যস্ত যে, এ সব নিয়ে ভাবার সময় নেই। আপাতত কাজের সঙ্গেই ঘর করছি!

সায়নী ঘটক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cinema War Tiger Shroff Hrithik Roshan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE