তথাগত মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
দীর্ঘ সাড়ে তিন বছর ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থা অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কাজ করে এসেছেন তথাগত মুখোপাধ্যায়। বলা যেতে পারে এত বছর পরে ঘর বদলালেন অভিনেতা। যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এ খোকন গুন্ডা চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কয়েক দিন আগেই ফেসবুকে পোস্ট করেছিলেন তথাগত। ছোট করে ছাঁটা চুল, কালো মোটা গোঁফ, গলায় সোনার চেন, পরনে ধবধবে সাদা পোশাক— অভিনেতাকে যেন চেনা দায়। সিরিয়ালে খোকন গুন্ডার আগমনের পর শঙ্কর, ঐশানীরা কেমন আছেন? খোঁজ নিয়ে স্টুডিয়োয় পৌঁছল আনন্দবাজার অনলাইন।
প্রতি সন্ধ্যায় যেমন বাঙালি বাড়িতে মুড়ি-শিঙারার আসর বসে, তেমনই টালিগঞ্জের এই স্টুডিয়োতে গেলেও এমনই এক চিত্র দেখা যাবে। মুড়ি-শিঙারার সঙ্গে চিনি দেওয়া কালো কফি। শটের ফাঁকে সন্ধ্যার খাওয়াদাওয়া সারছিলেন অভিনেতা। যদিও তাঁর আলাদা ঘর রয়েছে। তবে শট শুরু হলেও সবাই একসঙ্গে। নতুন চরিত্রটি নিয়ে যে তথাগত আশাবাদী সে কথা আনন্দবাজার অনলাইনকে আগেই জানিয়েছিলেন তিনি। তবে খোকন গুন্ডাকে পেয়ে মোটেই খুশি নন শঙ্কর ওরফে রাহুল মজুমদার।
রাহুল বললেন, “হ্যাঁ, শঙ্করের তো এখন থেকেই রাগ হওয়া শুরু হয়েছে। নিজের বৌয়ের কাছাকাছি অন্য পুরুষকে দেখতে কোন স্বামীর ভাল লাগে! তাই শঙ্করও খানিকটা রেগে গিয়েছে। যদিও এটা পর্দার সমীকরণ। এমনিতে তো বেশ ভালই লাগছে। নতুন চরিত্র আসা মানে আমাদের পরিধি আরও বড় হওয়া। কোন দিকে গল্প ঘুরবে সেটা নিয়েই ভাবছি।”
অন্ধকারে গুন্ডাদের নিয়ে সঙ্গে মারপিটের শট চলছে। তার ফাঁকেই আনন্দবাজার অনলাইনকে তথাগত বললেন, “অনেকেই বলছেন আমায় লীনাদির প্রযোজিত সিরিয়ালেই দেখেছেন, হঠাৎ এত বদল কেন? তবে সবাই ভুলে যাচ্ছেন, এর মাঝের সংযোগ হল স্টার জলসা চ্যানেল। এই চ্যানেলে আমি দীর্ঘ দিন কাজ করছি। আর আমায় যখন এই সিরিয়ালের কথা বলা হয় তখন চরিত্র এবং এমন লুকের কথা শুনেই রাজি হয়ে যাই। আশা করি খোকন গুন্ডাকে ভাল লাগবে সবার। তা ছাড়া এত দিন অন্য কাজ আসার আগেই লীনাদি নতুন কাজের প্রস্তাব দিয়ে দিতেন। তাই তখন অন্য সংস্থার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়েনি।”
এ দিকে নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায় তথাগতর পূর্ব পরিচিত। তাঁর সঙ্গে নায়িকার কাজ করার কথা ছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সেই কাজ করা সম্ভব হয়নি তাঁর। নতুন সিরিয়ালে কাজ করা নিয়ে শুভস্মিতাও তাই উত্তেজিত। নায়িকা বললেন, “তথাদাকে (তথাগত) অনেক দিন চিনি। বেশ মজাই হচ্ছে। আমি তো চাই এই ভাবেই আমার প্রথম সিরিয়াল এগিয়ে যাক। আরও অনেক দিন চলতে থাকুক।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy