বলুন তো ইনি কে? ছবি দেখে ধাঁধায় পড়বেন যে কেউ। ভাবতে বসে মাথার চুলও ছিঁড়তে পারেন। যাঁরা একটু ওয়াকিবহাল, তাঁরা উত্তরে বলবেন বলিউডের নতুন নায়ক। মলদ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন আদনান সামি। ছবি দেখে বোঝার উপায় নেই ইনিই ২৩০ কিলোর সেই আদনান। মলদ্বীপের নীল সৈকতে তাঁকে দেখে অনুরাগীরাও হতবাক! আদনানের এই শারীরিক পরিবর্তনে বেজায় খুশি তাঁর ভক্তরা। কেউ তাঁকে ‘অনুপ্রেরণা’ বলেছেন, আবার কেউ আবার প্রশংসা করেছেন তাঁর আকর্ষণীয় চিবুকের। ওজন ছিল ২৩০ কিলো। তাতে কী? গানের জাদুতে মাত করেছিলেন বলিউড। ‘কভি তো নজর মিলায়োঁ’ শোনার পর চেহারার দিকে না তাকিয়ে আদনানের গানের প্রেমে হাবুডুবু খেয়েছেন মহিলারা। শোনা যায়, বলিউড নায়িকা অমিশা পটেলের সঙ্গে তাঁর প্রেম ছিল গভীর। সেই সময়ে প্রেম এলেও টিকছিল না কোনওটিই। দেখা দিয়েছিল শারীরিক অসুস্থতা। সুস্থ শরীরে বেঁচে থাকতে হলে ওজন কমাতেই হবে। চিকিৎসকের পরামর্শে শুরু হল খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছিল ভাত, রুটির মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার।