বহু দিন বাদে পর্দার সামনে জেলো ওরফে জেনিফার লোপেজ। নতুন মিউজিক ভিডিয়োয় দেখা গেল তাঁকে। ‘ইন দ্য মর্নিং’ গান দেখে দর্শক ও শ্রোতার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
গত ৩ দশক ধরে তিনি দুনিয়া কাঁপাচ্ছেন তাঁর গান, অভিনয়, নাচ দিয়ে। সাম্প্রতিকতম মিউজিক ভিডিয়োয় তাঁর শরীরের নিখুঁত খাঁজ এবং ভাঁজ নজর কাড়ল দর্শকের। ৫১ বছর বয়সেও তাঁর দুর্ধর্ষ ফিট বডি দেখে স্তম্ভিত তাঁরা।
জেনিফারের ‘টোনড বডি’, ‘অ্যাবস’ দেখে মানুষের মনে প্রশ্ন, কী ভাবে এই বয়সে এ রকম ফিট রয়েছেন তিনি? উত্তর দিলেন গায়িকার ফিটনেস ইনস্ট্রাক্টর। তাঁর সুত্রে জানা গেল, জেনিফার এই ভিডিয়োটির জন্য কঠিন থেকে কঠিনতম শরীরচর্চা করেছেন। কোনও বিরতি না নিয়ে এক টানা প্রায় ১০০টা সেট করে ক্রাঞ্চেস, সিট-আপস, অ্যাব রোবস করতেন তিনি। আর তারই ফলাফল মানুষের সামনে।