কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। ১২ জুলাই হাসপাতালে পৌঁছন কিয়ারা ও সিদ্ধার্থ। তার পর থেকে অনুরাগীদের নজর ছিল তাঁদের সমাজমাধ্যমের উপর। কখন সন্তান আগমনের খবর প্রকাশ্যে আনবেন তাঁরা, সেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে ১৫ জুলাই প্রকাশ্যে আসে, তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। ১৬ জুলাই সিদ্ধার্থ জানান, মা ও মেয়ে দু’জনেই সুস্থ। এই খবর প্রকাশ্যে আসতেই সিদ্ধার্থ-কিয়ারার কন্যার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কিয়ারা বা সিদ্ধার্থ সন্তানের নাম প্রকাশ্যে আনেননি। তবে অনুরাগীরা সিদ্ধার্থ-কিয়ারার সন্তানের কী নাম রাখা যায়, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা। কেউ বলছেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’। আবার কেউ বলেন, সিদ-কিয়ারার সন্তানের আদর্শ নাম হল ‘সিতারা’। এক অনুরাগী লিখেছেন, “আমি সিদ্ধার্থ ও কিয়ারার নাম রাখতে চাই ‘সিয়া’। ছোট্ট নাম। কিন্তু খুব সুন্দর।”
আবার অনেকে বলেছেন, সিদ্ধার্থ ও কিয়ারার মেয়ের নাম রাখা উচিত ‘সিদ্ধিকা’ বা ‘ধারা’। এমনই অসংখ্য নামের পরামর্শ দিয়েছেন অনুরাগীরা। তবে সিদ্ধার্থ বা কিয়ারা ঠিক কোন নাম রাখবেন তা সময়ই বলবে।
কিয়ারার বরাবরের ইচ্ছে ছিল যমজ সন্তানের। অভিনেত্রী সেই আকাঙক্ষার কথা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তবে কন্যাসন্তানের আগমনে বেজায় খুশি। মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লেখেন, ‘‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে।’’