ময়নাতদন্তের রিপোর্ট বলছে, জলে ডুবে মৃত্যু হয়েছে জ়ুবিন গার্গের। কিন্তু কেউ কি জোর করে জলে নামতে বাধ্য করেছিলেন প্রয়াত গায়ককে? প্রশ্ন তুলছেন জ়ুবিনের অনুরাগীরা।
স্কুবা ডাইভিং-এর ঠিক আগের মুহূর্তে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে এই বিতর্ক তৈরি হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) কী ভাবে এতটা গাফিলতি হল, সেই প্রশ্নও উঠেছে। জানা যাচ্ছে, ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে একটি পার্টির আয়োজন করেছিলেন সন্দীপন গার্গ, শেখর গোস্বামী এবং জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা। সেখানে মদ্যপানেরও নাকি আয়োজন করা হয়েছিল। পরের দিন সকালেই তাঁরা পৌঁছোন সমুদ্রে। জ়ুবিনও ছিলেন সেখানে।
জলে নাকি ভয় পেতেন জ়ুবিন! তা সত্ত্বেও তাঁকে স্কুবা ডাইভিং করতে বলা হল কোন যুক্তিতে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর সঙ্গে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও জানা গিয়েছে। শেখর গোস্বামীও প্রয়াত গায়কের বহু দিনের পুরনো কর্মী। প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি বার বার জ়ুবিনকে জলে নামতে বলছিলেন। এমনও কথা উঠছে, মানসিক ভাবে হয়তো প্রস্তুত ছিলেন না গায়ক। জলে নামার বিশেষ ইচ্ছেও ছিল না তাঁর। তাও কেন তাঁকে বার বার জলে নামতে বলা হল, সেই প্রশ্ন উঠছে। সোমবার এক সাক্ষাৎকারে শেখর যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন:
ওই ভিডিয়োতেই জ়ুবিনকে বলতে শোনা যায়, শেখরই তাঁকে একসময় সাঁতার শিখিয়েছিলেন। তার পরেই শেখরকে বলতে শোনা যায়, “আরে, চলো চলো।” শেখরের কথা শুনে জ়ুবিন বলেন, “তুমিও আমার সঙ্গে যাবে তো?” তখন শেখর তাঁকে আশ্বাস দেন, জলে নামলে কিচ্ছু হবে না। এই শুনে উপস্থিত আর একজন বলেন, “তুমি যাও। কিন্তু তোমায় ফিরে আসতে হবে।” এই শুনে আর একজন হেসে বলেন, “এটা খুবই সহজ। তুমি ফিরে আসবেই।”
এই কথোপকথন নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ভিডিয়োয় একজন লাইফ জ্যাকেট নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জ়ুবিনকে। কেউ একজন জোর করে লাইফ জ্যাকেট পরানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু জ়ুবিন রাজি হননি। কেন এমন গাফিলতি তা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন অনুরাগীরা।