বহু বছর হল তিনি বলিউড থেকে দূরে। ২০১০-এ ‘দুলহা মিল গয়া’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল ফারদিন খানকে। তবু মাঝে বার দুয়েক শিরোনাম দখল করেছিলেন অভিনেতা। নিজের মৃত্যুর খবরে! জানেন কি, সেই ভুয়ো খবর কতটা নাড়া দিয়েছিল ফিরোজ খানের পুত্রকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন, এমন ভিত্তিহীন খবরে বেজায় রেগে গিয়েছিলেন তিনি। ফারদিনের কথায়, “এক বার নয়, দু-দু’বার রয়ে গিয়েছিল আমি নাকি দুর্ঘটনায় মারা গিয়েছি! ভীষণ রাগ হত। খুব দুশ্চিন্তাতেও থাকতাম। এ সব খবর আমার পরিবার বা বন্ধুদের কাছে পৌঁছলে কী হবে?”