Advertisement
E-Paper

‘বোহো’ রূপে সম্মুখে তোমার

ঢিলে কুর্তি, রঙচঙে জেগিংস। পুজো কাঁপাতে রেডি বোহো লুক। লিখছেন পরমা দাশগুপ্তরংচঙে পালাজো-র সঙ্গে ঢোলা একটা টপ। কানে বেশ ঝোলা রুপোর ঝুমকো। হাতভরা নানা রঙের কাঠ-প্লাস্টিক-বিডসের বালা। গলায় সরু চেনে ছোট্ট একটা পেনডেন্ট। স্মাজ করা কাজল, হাল্কা লিপস্টিক। কাঁধে তালি মারা রংচঙে ঝোলা ব্যাগ।

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০০:০০

রংচঙে পালাজো-র সঙ্গে ঢোলা একটা টপ।

কানে বেশ ঝোলা রুপোর ঝুমকো।

হাতভরা নানা রঙের কাঠ-প্লাস্টিক-বিডসের বালা।

গলায় সরু চেনে ছোট্ট একটা পেনডেন্ট।

স্মাজ করা কাজল, হাল্কা লিপস্টিক।

কাঁধে তালি মারা রংচঙে ঝোলা ব্যাগ।

একঢাল খোলা চুলে বেশ চওড়া একটা হেয়ারব্যান্ড।

এক পায়ে রুপোর অ্যাঙ্কলেট। জুতোতেও একটু রং।

‘বোহো লুক’-এর ঝলমলানিতে আপনি স্বাগত।

ওরম তাকিয়ো না...

পাড়ার মণ্ডপ আলো করে বসে। জমকালো শাড়ি-গয়নার ভিড়েও চোখ টানছেই সে কন্যে। কারণ, ফ্যাশনে ‘ইন’ তো বটেই, ইদানীং রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই বোহেমিয়ান সাজ। এতটাই যে, শাড়ি-সালোয়ার, কুর্তি, স্কার্ট, জিন‌্‌স-টপের মাহাত্ম্যে ভাগ বসিয়ে এ প্রজন্মের ওয়ার্ডরোব ছেয়ে যাচ্ছে লুজ ফিটের টপ, শার্ট, কুর্তি, ঢোলা জিন্‌স, পালাজো, ধোতি প্যান্টে। ঢিলেঢালা সাজের সেই সুন্দরীদের দিকে সব চোখ যে ঘুরবেই, তাতে আর সন্দেহ কী!

‘লুজ’ ক্যারেক্টার

বোহো লুকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, পোশাকের লুজ ফিট এবং একমাত্র লুজ ফিট— বলছেন ডিজাইনার অভিযেক দত্ত। তাঁর কথায়, ‘‘পাতিয়ালা থেকে পালাজো বা ধোতি প্যান্ট কিংবা ঢোলা জিন্‌স, সঙ্গে টপ-শার্ট-কুর্তি যা-ই পরুন, সেটাও হতে হবে ঢিলেঢালাই। টপের সঙ্গে শ্রাগ বা ছোট বোলেরো জ্যাকেটও বেশ রয়েছে ফ্যাশনে। মিডি স্কার্ট বা লুজ ফিটের জাম্প স্যুটেও দিব্যি জমে যাবে সাজ।’’

ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরা যেমন সোজাসাপ্টা জানিয়েই দিচ্ছেন, ‘টাইট ইজ আউট, ব্যাগি ইজ ইন’। ‘‘ব্যাগি স্টাইল প্যান্টের সঙ্গে অফ শোল্ডার টপ, হাই ওয়েস্ট-ঢোলা চেহারার বয়ফ্রেন্ড জিন্‌সের সঙ্গে ঢিলেঢালা শার্ট বা ব্যাগি টপ, কিমোনো ফিটের ঢিলেঢালা ম্যাক্সি ড্রেস, পাতিয়ালা বা পালাজোর সঙ্গে লুজ টপ বা ঢিলে কুর্তি। ব্যস, বোহো লুক রেডি। টাইট ফিটের মায়া একান্তই কাটাতে না পারলে পরা যায় টাইট্‌স বা রংচঙে জেগিংস। তবে সঙ্গে ঢোলা টপ কিন্তু মাস্ট,’’ বলছেন তিনি।

রং মিলন্তি

এ সাজে রংটাই চোখ টানে বেশি। তাই অন্য রকম নজরকাড়া প্রিন্ট বাছাই ভাল। ডিজাইনারেরা জানালেন, বোহো ফ্যাশনে বেশ চলছে ভিন্টেজ ফ্লোরাল প্রিন্ট, চেক্‌স, পোল্‌কা ডটস বা কোয়ার্কি প্রিন্টস। তবে হ্যাঁ, পোশাকের রং হতে হবে আর্দি কালার্স। মানে নীল, সবুজ, লাল, গোলাপি, হলুদ, অ্যাশ, খয়েরি, বাদামী, ক্রিমের কিছু প্যাস্টেল শেড। গয়নাগাটি, ব্যাগ, জুতোয় সবেতেই থাকতে হবে খানিকটা রং। অবশ্যই পোশাকের সঙ্গে রং মিলিয়ে।

সাজ প্লাস

বোহো লুকে পোশাকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে অ্যাক্সেসরিজ। এবং সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। অভিষেক বলছেন, ‘‘পোশাক বাছাইয়ের সঙ্গে ততটাই গুরুত্ব দিয়ে অ্যাকসেসরিজ বাছুন। না হলে কিন্তু লুকটাই মাটি!’’ বোহেমিয়ান সাজে চন্দ্রাণীর পছন্দ বেশ বড়সড় বিডসের রঙচঙে নেকপিস, হাতভরা চুড়ি-বালা বা বড় আংটি, বড় চুলে চওড়া হেয়ারব্যান্ড বা এক দিক ঘেঁষা পনিটেল, খোঁপা বা বিনুনি, ছোট চুলে ছোট্ট ছোট্ট ক্লিপ সাজিয়ে একটু কায়দা এবং অবশ্যই রংবাহারি কাঁধঝোলা বা স্লিং-ব্যাগ। এ সবে সায় দিচ্ছেন অভিষেকও। তবে তাঁর মতে, কানে ঝুমকোর মতো একটু ঝোলা দুলটা এ সাজে ভাল দেখায়। সে ক্ষেত্রে গলায় ছোট্ট, হাল্কা কিছু পরলেও চলে।

ওহো, বোহো..

অতএব?

পুজোর সাজে এথনিক তো আছেই বরাবরের মতো। এ ক’টা দিন শহরজুড়ে ঝলমল করবে শাড়ি-সালোয়ার-কুর্তিরা। তা হলে? বাজার-কাঁপানো ‘বোহো লুক’ও কিন্তু টক্করে তৈরি!

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy