Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

বড়দিনে শাহরুখ খান পথের কাঁটা? কী বললেন রাজ চক্রবর্তী...

ছুটিতে বাঙালি সিনেমা দেখবেই। কিন্তু কোনটা? 'জিরো', 'রসগোল্লা', নাকি 'অ্যাডভেনঞ্চারস অব জোজো'?

রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম অ্যাডভেঞ্চারের ছবি এটিই।— ফাইল চিত্র।

রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম অ্যাডভেঞ্চারের ছবি এটিই।— ফাইল চিত্র।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬
Share: Save:

শীত আর ছুটি পাশাপাশি হাত ধরে শহরের মন ভরিয়ে দিচ্ছে।

কিন্তু শাহরুখ খান, রাজ চক্রবর্তী, পাভেল এরা পরস্পর হাত ধরতে পারছেন কী?

হয়তো নয়। একের জন্য অন্যকে কোথাও সরে যেতে হচ্ছে।

ছুটিতে বাঙালি সিনেমা দেখবেই। কিন্তু কোনটা? 'জিরো', 'রসগোল্লা', নাকি 'অ্যাডভেনঞ্চারস অব জোজো'?

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র যশজিতের টলিউডে হাতেখড়ি হল এই ছবির হাত ধরেই। অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম অ্যাডভেঞ্চারের ছবিও এটিই।

রাজ চক্রবর্তী জানান, "মাঝে আমার একটা বছর দেড়েকের গ্যাপ ছিল। ঠিক করে নিয়েছিলাম এবার ছোটদের নিয়েই একটা ছবি করব। সেই মতো লীলা মজুমদারের একটা গল্পও বেছে নিয়েছিলাম। কিন্তু শেষমেশ নানা রকম সমস্যা দেখা দেওয়ায় তা আর হয়ে ওঠেনি। তখনই কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম অরূপ দত্তের উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’ ছবিটি তৈরি করব। সেই মতো আমি আর পদ্মনাভ দাশগুপ্ত মিলে তৈরি করে ফেলেছিলাম ছবির স্টোরি লাইন। তার পর অরুণাচল প্রদেশ ও উত্তরবঙ্গে ঘুরে সেরে ফেলি ছবির শুটিং।"

কিন্তু শাহরুখ খান কি এই ছবিতে পথের কাঁটা হয়ে দাঁড়ালেন?

'দেখুন একসঙ্গে অনেক ছবি আসার বিষয়ে এখন আমরা অভ্যস্থ হয়ে গেছি। পুজোয় তো সাত-আটটা ছবি আসে। এবার তো দেখছিলাম সরস্বতী পুজোতেও অনেকগুলো রিলিজ। এটা তো হবেই। তবে আমার প্রযোজক এই ছবিটি ১৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আনতে বলেছিলেন। আমি কিছুতেই রাজি হইনি। ছোটদের স্কুল ছুটি হচ্ছে কুড়ি থেকে তার পর তারা ছবিটা দেখবে। তার আগে রিলিজ করে কী হবে?আমি জোর করে মুক্তির দিন একুশ করি'। বললেন পরিচালক রাজ চক্রবর্তী।

'অ্যাডভেনঞ্চারস অব জোজো' ছবির একটি দৃশ্যে ছোট্ট যশোজিৎ।

যশোজিৎ ছাড়াও ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে 'সহজপাঠের গপ্প' খ্যাত সামিউল আলমকে। এ ছাড়া রুদ্রনীল ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, পদ্মনাভ দাশগুপ্ত, মানালি মনীষা দে, জয়শ্রী বসু, জিতু কমল প্রমুখকে দেখা যাবে বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্রে। ছবির আবহ সঙ্গীত ও সুর তৈরি করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত ও গীতিকার শ্রীজাত।

আরও পড়ুন: অরিজিত্‌ সিংহের সুর চুরি! ট্রোলড হয়ে গান তুলে নিলেন আমেরিকান র‌্যাপার

শাহরুখ খানের 'জিরো'-র জন্য রাজের এই নতুন ছবি যে ভীষণ সমস্যার মুখে পড়েছে এমনটা নয়, ' আমার টার্গেট ছিল আশি থেকে নব্বইটা হল। আরও বাংলা ছবি আসছে ওই দিন। দেখুন আমার বিশ্বাস একটাই, কনটেন্টের জোর থাকলেই যে কোনও সময় ছবি মুক্তি পাক না কেন, তার নিজস্ব জায়গা নিশ্চই থাকবে'। আত্মবিশ্বাসী রাজ।

আরও পড়ুন: যিশু, অঙ্কিতা, ড্যানি, মণিকর্ণিকার সঙ্গে কে কোন চরিত্রে অভিনয় করছেন

গতকাল নবীনা সিনেমা হল থেকে 'রসগোল্লা'-র পোস্টার নামিয়ে দেওয়া হয়। এই নিয়ে রাজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ছবির প্রমোশান নিয়ে দিনভর এত ব্যস্ত তিনি যে এই বিষয়ের কিছু জানেন না।

রূপোলি দুনিয়া সব ধারার প্ল্যাটার সাজিয়ে রেখেছে এ বার বড়দিনে।

শাহরুখ না সান্তা কার প্রতি অধিক প্রসন্ন হবেন দর্শকরা? এখন সেটাই দেখার!

(মুভি ট্রেলারথেকে টাটকামুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE