অরিজিত্ সিংহের গাওয়া বিখ্যাত বলিউড গানের সুর চুরির অভিযোগ উঠল বিখ্যাত আমেরিকান র্যাপার টি-পেইনের বিরুদ্ধে। তাঁর সম্পাদিত ‘দ্যাটস ইয়ো মানি’ নামে একটি র্যাপ সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই র্যাপেই হিন্দি গানের সুর চুরির অভিযোগ উঠেছে। এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বিখ্যাত আমেরিকার র্যাপার।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে টি-পেইনের নতুন র্যাপ গান ‘দ্যাটস ইয়ো মানি’। সেই র্যাপের একটি অংশের সুর জনপ্রিয় হিন্দি গান ‘তুম হি হো’-র সুরের সঙ্গে হুবহু এক। সে জন্যই ওই র্যাপ নিয়ে পেইনকে সমালোচনায় বিদ্ধ করেছেন নেটিজেনরা।
বলিউড সিনেমা ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানটি গেয়েছিলেন অরিজিত্ সিংহ। এই গানটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। গানটি কম্পোজ করেছিলেন মিঠুন শর্মা।
আরও পড়ুন: অনিন্দ্যর সুরে সুমনের গান!
‘দ্যাটস ইয়ো মানি’ গানটি টুইটারে পোস্ট করার পরেই পেইনকে মিঠুন মনে করিয়ে দেন তাঁর তৈরি গানের কথা। পেইনের গানটি রিটুইট করে মিঠুন লিখেছেন, ‘স্যার, আপনার নতুন গানে ব্যবহৃত সুরটি আসলে আমার তৈরি হিন্দি গানের। ব্যাপারটা একটু দেখবেন।’
Sir, the melody that you have used in your new song is my original work for a previously released Hindi film..The Label is looking into this.#tumhiho #Aashiqui2 https://t.co/5fnDf4sfg7
— Mithoon (@Mithoon11) December 15, 2018
এর পরই একের পর এক কমেন্টে বিদ্ধ হন পেইন। সুর নকলের অভিযোগ ওঠায়, শেষমেশ গানটির লিঙ্ক টুইটার থেকে সরিয়ে নিয়েছেন তিনি। টি-পেইনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে ভিডিয়োটি। যদিও অন্যান্য চ্যানেলের দৌলতে ‘তুম হি হো’-র সুর চুরি করা ‘দ্যাটস ইয়ো মানি’ ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে।
আরও পড়ুন: দিনদুপুরে পাঁচিল টপকে বিয়েবাড়িতে ঢুকে পড়লেন রণবীর সিংহ!
— Shivam Singh (@shivamsingh258) December 18, 2018