Advertisement
E-Paper

দিনদুপুরে পাঁচিল টপকে বিয়েবাড়িতে ঢুকে পড়লেন রণবীর সিংহ!

মণ্ডপে তখন জোরকদমে মন্ত্রপাঠ করছেন পুরোহিতমশাই। অন্য  দিকে, রণবীর বিয়েবাড়িতে ঢোকা মাত্রই হতভম্ব হয়ে যান সক্কলে। বিয়ে ছেড়ে হাঁ হয়ে সকলে তখন তাকিয়ে থাকেন বাজিরাওয়ের দিকে। দর্শকাসনে যাঁরা ছিলেন, তাঁরা সবাই ঘিরে ধরেন পর্দার খিলজিকে। মণ্ডপের দিকে আস্তে আস্তে এগিয়ে যান নায়ক। শুভকামনা জানিয়ে আসেন নবদম্পতিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৫১
বিয়ে ছেড়ে সকলের নজর তখন নায়কের দিকে। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে ছেড়ে সকলের নজর তখন নায়কের দিকে। ছবি: ইনস্টাগ্রাম।

তিনি বাজিরাও। তাঁর মস্তানির গলায় মালা পরালেন সম্প্রতি। সেই রণবীর সিংহই পাঁচিল টপকে টুক করে ঢুকে পড়লেন একটি বিয়েবাড়িতে।

মণ্ডপে তখন জোরকদমে মন্ত্রপাঠ করছেন পুরোহিতমশাই। অন্য দিকে, রণবীর বিয়েবাড়িতে ঢোকা মাত্রই হতভম্ব হয়ে যান সক্কলে। বিয়ে ছেড়ে হাঁ হয়ে সকলে তখন তাকিয়ে থাকেন বাজিরাওয়ের দিকে। দর্শকাসনে যাঁরা ছিলেন, তাঁরা সবাই ঘিরে ধরেন পর্দার খিলজিকে। মণ্ডপের দিকে আস্তে আস্তে এগিয়ে যান নায়ক। শুভকামনা জানিয়ে আসেন নবদম্পতিকে।

সোমবার সামনে আসে রণবীরের পাঁচিল টপকানোর এই ভিডিয়ো। পরনে তাঁর খয়েরি জ্যাকেট আর চোখে রোদচশমা। নবদম্পতি থেকে শুরু করে, বিয়েতে নিমন্ত্রিত সকলের সঙ্গেই ছবি তুললেন রণবীর। আর নায়কের বিয়েবাড়িতে ঢুকে পড়ার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Ranveer Singh made a surprise entry at a Wedding in the hotel where he was promoting #Simmba, he went to wish the Bride and the Groom on their D Day after posing for the paparazzi Awwwwwww #ranveersingh #deepveernews رانفير سينغ كان بروج ل سيمبا في اوتيل و بنفس المكان كان في عرس هو دخل عندهم و سلم ع العرسان 😍😭😭 كيووت

A post shared by DeepVeer Wale 💑👪👰💍 (@deepveer.news) on

আসলে এটা ছিল এক্কেবারেই প্রোমোশনের কারসাজি। সামনে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি ‘সিম্বা’। মুম্বইতে জুহুর একটি হোটেলে চলছিল ‘সিম্বা’র প্রোমোশন। সেই হোটেলের ঠিক পাশেই হচ্ছিল এই বিবাহ অনুষ্ঠান। আর সেখানে ঢুকে উপস্থিত সকলকে রীতিমতো চমকে দিলেন রণবীর সিংহ।

আরও পড়ুন: সিনেমা হল পাচ্ছে না ‘রসগোল্লা’, অভিযোগ ‘উইন্ডোজ’-এর

আরও পড়ুন: মুক্তি পেল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ট্রেলার

গত মাসেরই ১৫ তারিখ ইতালির লেক কোমোয় দীপিকা পাড়ুকোনকে বিয়ে করেছেন রণবীর সিংহ। দেশে ফিরে তাক লাগানো পার্টিও দিয়েছেন অভিনেতা। আর এখন তিনি নতুন ছবি নিয়েও তৈরি। রোহিত শেট্টির পরিচালনায় প্রথম বার সিলভার স্ক্রিনে দেখা যাবে রণবীরকে। দেখা যাবে সারা আলি খানের সঙ্গেও। তবে তার আগে প্রোমোশন যে জব্বর করছেন নায়ক, এই ভিডিয়োই তা বলে দিচ্ছে।

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবরআমাদেরবিনোদনবিভাগে।)

Ranveer Singh Simmba Bollywood Celebrities রণবীর সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy