শানুর সঙ্গে নাম জড়ানোয় খবরের শিরোনামে উঠে এসেছেন বার বার। একসময় সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ নাচের দৃশ্যে নাকি দেখা গিয়েছিল তাঁকে? সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ঘিরে সেই প্রশ্নই উঠছে।
বেশ কয়েক বছর আগের ভিডিয়ো। সলমনকে দেখা যাচ্ছে, মঞ্চে তিনি নাচছেন। শার্ট খুলে ফেলেছেন তিনি। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। তাঁর সঙ্গে শরীরী বিভঙ্গে মেতেছেন এক যুবতী। সেই যুবতীর পরনে কালো রঙের ছোট পোশাক। নাচতে নাচতে সেই যুবতীকে কোলে তুলে নেন সলমন। ভাইজানের এই ভিডিয়ো দেখে নেটাগরিক দাবি করেছেন, এই যুবতী আসলে কুনিকা সদানন্দ। এই দাবিও করেছেন অনেকে যে, একসময় সলমনের সঙ্গেও নাকি তাঁর ঘনিষ্ঠতা ছিল। তাই কি ‘বিগ বস্ ১৯’-এ কুনিকাকে সমর্থন করছেন সলমন? অবশেষে প্রকাশ্যে আসল ঘটনা।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, এই মহিলার সঙ্গে কুনিকার চেহারার মিল রয়েছে। কিন্তু তিনি আসলে কুনিকা নন। এই মহিলার নাম পনি বর্মা, যিনি বলিউডের একজন কোরিয়োগ্রাফার। অভিনেতা প্রকাশ রাজকে বিয়ে করেছিলেন পনি। তবে এই ভিডিয়ো নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি পনি বা সলমন কেউই।
এক নেটাগরিকই ভুল ধরিয়ে দিয়ে লিখেছিলেন, “এই মহিলা কুনিকা নন। একই রকম দেখতে। কিন্তু ইনি আসলে পনি বর্মা।”
উল্লেখ্য, কিছু দিন আগেই শুরু হয়েছে ‘বিগ বস্ ১৯’। প্রতি বারের মতো এই বারও বিভিন্ন নাটকীয়তা ধরা পড়ছে সেখানে। সপ্তাহান্তে এসে অনেককে বকুনি দিচ্ছেন সলমন। আবার কারও মনোবল বৃদ্ধি করছেন। বেশ কিছু ঘটনায় কুনিকাকে সমর্থন করেছেন সলমন। কুনিকার পুত্র অয়ান লালও এসেছিলেন অনুষ্ঠানে।