Advertisement
E-Paper

‘মহিলাদের ইশারায় ধর্ষণ হয়’, কুনিকার বিতর্কিত মন্তব্যে শানু-পুত্রের কটাক্ষ, ‘বেশি মুখ খোলাবেন না’!

কুনিকা বর্তমানে রয়েছেন ‘বিগ বস্‌ ১৯’ অনুষ্ঠানে। সেখানেও শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন তিনি। এর মধ্যেই তাঁর মন্তব্য ঘিরে নেটপাড়ায় হইচই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮
Kunickaa Sadanand made comment on women and Jaan Kumar Shanu took a dig at her

(বাঁ দিকে) কুমার শানু, কুনিকা সদানন্দ। ছবি: সংগৃহীত।

কুমার শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। এ বার ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে কুনিকা সদানন্দ। বর্ষীয়ান অভিনেত্রীকে একহাত নিলেন শানু-পুত্র জান কুমার শানু।

কুনিকা বর্তমানে ‘বিগ বস্‌ ১৯’-এর প্রতিযোগী। সেখানেও শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন তিনি। এর মধ্যেই একটি পুরনো সাক্ষাৎকারে তাঁর মন্তব্য ঘিরে নেটপাড়ায় হইচই। কুনিকা সেই সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বিনোদনজগতে ‘ধর্ষণ’ বলে কিছু হয় না। মহিলারাই প্ররোচনামূলক ইশারা করেন। মহিলারা সরাসরি স্পষ্ট ভাষায় কাজ চান না। প্রযোজক বা পরিচালকদের ইঙ্গিতবহ কথা বলেন। তাই ধর্ষণে মহিলাদেরও উস্কানি থাকে। এমন মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন কুনিকা।

অভিনেত্রী বলেন, “মহিলারা কাজ পাওয়ার জন্য প্রযোজককে বলেন, আপনার সুগন্ধিটা খুব সুন্দর। তখনই পরিচালকেরা বলেন, আরও কাছে এলে আরও সুগন্ধ পাবে। এই সব কথা বলেন মহিলারা। কোনও স্পষ্টবাদী মহিলাকে আমি ধর্ষিত হতে দেখিনি। আমি যেমন খুব স্পষ্টবাদী।” এই ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। এই নিয়ে মন্তব্য করেছেন শানুর পুত্র। তিনি লিখেছেন, “তিনি নিজেই এই সব করেছেন সারা জীবন। বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে থেকেছেন। বেশি মুখ খোলাবেন না। ধুতি খুলে যাবে তা হলে।”

কুনিকা নিজেই জানিয়েছিলেন, তিনি টানা ৬ বছর কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন। শানু তখন বিবাহিত ছিলেন। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শানু সম্পর্কে নিজের পুত্র অয়ান লালকে কুনিকা বলেছিলেন, “এই লোকটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিল। আমি ওঁকে আমার আত্মার সঙ্গী বলে মনে করতাম। এমন একটা প্রেম সবার জীবনে অন্তত একবার করা উচিত। খুব বিষাক্ত ছিল সেই প্রেম। খুবই বিষাক্ত!”

Jaan Kumar Sanu Kunickaa Sadanand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy