Advertisement
১৯ মে ২০২৪
Cinema

সময় ধরা থাকে চরিত্রে

প্রধান চরিত্রে দেবের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। চমক রয়েছে অন্যদের লুকেও।

শ্রীকান্ত, ইন্দ্রাশিস, পদ্মনাভ ও ইশা

শ্রীকান্ত, ইন্দ্রাশিস, পদ্মনাভ ও ইশা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share: Save:

ছবির পটভূমি ঊনবিংশ শতকের শেষের দিকে। তাই ‘গোলন্দাজ’-এর লুকে সেই সময়েরই ছোঁয়া। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর কাহিনিকে আধার করে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘গোলন্দাজ’। প্রধান চরিত্রে দেবের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। চমক রয়েছে অন্যদের লুকেও। গায়ক শ্রীকান্ত আচার্য রয়েছেন নগেন্দ্রপ্রসাদের বাবা সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে। ইন্দ্রাশিস রায় ফুটবল খেলোয়াড় জিতেন্দ্রর চরিত্রে। ছবিতে ইশা সাহা রয়েছেন দেবের বিপরীতে। তিনি শোভাবাজার রাজবাড়ির মেয়ে কমলিনীর চরিত্রে, যার সঙ্গে নগেন্দ্রপ্রসাদের বিয়ে হয়। শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত। গত সপ্তাহের গোড়া থেকেই শুরু হয়ে গিয়েছে ‘গোলন্দাজ’-এর শুটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cinema Golondaj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE