Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

সোহিনীর জন্য কষে মাটন রাঁধলেন আবির, মশলা নন্দিতা-শিবুর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২১ অক্টোবর ২০২০ ২০:১৯
আবীর এবং সোহিনী। নিজস্ব চিত্র।

আবীর এবং সোহিনী। নিজস্ব চিত্র।

উপকরণ গুছিয়ে দিয়েছেন কারা? নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রান্না সুপারহিট, সেটা চাখার আগে দেখেই বলে দিয়েছেন নেটাগরিকেরা। চার মাথা এক হতে জন্ম নিয়ে ফেলল একাধিক ইতিহাসও। সে কথা পরে। তার আগে কৌতূহলে সবার মন উচাটন, হঠাৎ মাটন কষা-ই বা রাঁধতে গেলেন কেন আবির? তাও আবার সোহিনীর জন্য!

আনন্দবাজার ডিজটালের কাছে উইন্ডোজ প্রোডাকশন ফাঁস করল সেই কিস্যা। একটি ব্র্যান্ডেড মশলার বিজ্ঞাপনী ছবি বানিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। সেই বিজ্ঞাপনে মিঞাঁ-বিবি আবির-সোহিনী। লকডাউনে আবির রান্না করে খাওয়াচ্ছেন বউকে। গরগরে তেল, ঝোলওয়ালা মাটনের এই বিশেষ পদ।

এ বার ইতিহাস তৈরির গপ্পো। ইতিহাস কি একটা? আনন্দবাজার ডিজিটালকে আবির চট্টোপাধ্যায় জানালেন, ‘‘আমি আর সোহিনী সরকার বহু বার বড় পর্দায় স্ক্রিন শেয়ার করেছি। বিজ্ঞাপনী ছবি এই প্রথম!’’ সোহিনী সরকার উচ্ছ্বসিত তারকা পরিচালক জুটির সঙ্গে কাজ করতে পেরে। বলেই ফেললেন, ‘‘শিবুদা যেই বললেন ‘অ্যাট লাস্ট’.... আমার কান পর্যন্ত হাসি! বিজ্ঞাপনী ছবিই সই, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নন্দিতাদি-শিবুদার সঙ্গে কাজ তো হল।’’

Advertisementশিবপ্রসাদ মুখোপাধ্যায়।

যাঁদের এত আয়োজন সেই পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ জানালেন, ‘‘এই বিজ্ঞাপনী ছবি মিথ ভাঙল, অপ্রয়োজনে বা শখ করে নয়, প্রয়োজনেও পুরুষ রাঁধতে পারেন। সেটা শিখিয়েছে লকডাউন। দায়িত্ব নিয়ে সবার মনে সে কথা ছড়িয়ে দিলাম আমরা।’’

এর আগে যদিও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করেছেন আবির। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ছবিতে। কিন্তু সেটির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই প্রথম আবির-সোহিনী কাজ করলেন, জুটি বাঁধলেন এই দুই পরিচালকের সঙ্গে।

বড় পর্দায় এঁদের কবে আনবেন নন্দিতা-শিবপ্রসাদ? গালে টোল ভাঙা চেনা হাসিতে উত্তর, ‘‘ছোট দিয়ে শুরু হোক। তা হলে বড় হতে বেশি সময় লাগবে না।’’

আরও পড়ুন: ভার্চুয়াল অঞ্জলিতে বসতেই নেট বন্ধ! কী করলেন নীল?

আরও পড়ুন

Advertisement