Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Prosenjit Chatterjee

Aye Khuku Aye: ‘খুকু’ কোলে মিথিলা, ছোট্ট চরিত্রে গভীর ছাপ রেখে যাবে! দাবি প্রসেনজিতের

‘আয় খুকু আয়’ ছবির শীর্ষ সঙ্গীতে দেখা দিলেন রাফিয়াত রাশিদ মিথিলা। আনন্দবাজার অনলাইনকে প্রসেনজিৎ জানিয়েছেন, ছোট্ট চরিত্রে অভিনয় করলেও দর্শকমনে গভীর ছাপ ফেলে যাবেন সৃজিত-ঘরনি।

 ছোট্ট চরিত্রে অভিনয় করলেও দর্শকমনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা

ছোট্ট চরিত্রে অভিনয় করলেও দর্শকমনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৫:১৯
Share: Save:

অপেক্ষার অবসান। ‘আয় খুকু আয়’ ছবির শীর্ষ সঙ্গীতে দেখা দিলেন রাফিয়াত রশিদ মিথিলা। এই প্রথম তিনি জুটি বাঁধলেন টলিউডের ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আনন্দবাজার অনলাইনকে প্রসেনজিৎ জানিয়েছেন, ছোট্ট চরিত্রে অভিনয় করলেও দর্শকমনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা।

‘বুম্বাদা’র সঙ্গে মিথিলা অভিনয় করতে চলেছেন, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। খবর ছড়াতেই টলিউড উৎসুক, এক ফ্রেমে কেমন লাগবে দু’জনকে? সেই কৌতূহল মিটিয়ে দিয়েছে শীর্ষ সঙ্গীত ‘আয় খুকু আয়’। গানের দৃশ্যে প্রসেনজিৎ যেন সেই ‘অমর সঙ্গী’র যুগে ফিরে গিয়েছেন! তাঁর স্ত্রী হিসেবে মানানসই মিথিলা। কপালে বড় টিপ।হাতখোঁপায়, ঘরোয়া শাড়িতে স্নিগ্ধ তিনি। বুকে সদ্যোজাত মেয়ে ওরফে ‘বুড়ি’কে জড়িয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন। কখনও তাকে দুলিয়েছেন দোলনায়। এই মেয়েকেই পরে একা হাতে বড় করবেন প্রসেনজিৎ ওরফে ‘নির্মল মণ্ডল’। কেন? অভিনেতার সহাস্য যুক্তি, সব এখন বলে দিলে দর্শক পর্দায় কী দেখবেন?

দিতিপ্রিয়া, মিথিলা দু’জনের সঙ্গেই প্রথম কাজ করলেন প্রসেনজিৎ। কাজ করে কেমন লাগল? প্রসেনজিতের মতে, ‘‘অভিজ্ঞতা ভীষণই ভাল। ওঁরা প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন। আমি ওঁর আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’’ এই তিন তারকা ছাড়াও দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস। সুরের দায়িত্বে রণজয় ভট্টাচার্য। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prosenjit Chatterjee Mithila Rafiath Rashid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE