‘বাহুবলী ২’ ঝড়ে আপাতত উত্তাল গোটা দেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এই দেশজোড়া সাফল্যের মধ্যেই ছবিটির বেশ কয়েকটি ভুল ধরলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক ভিগনেশ শিব। শুধু তাই নয়, ভুলগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। জানেন সেই ভুলগুলি কি?
১) ভিগনেশের দাবি, মাত্র ১২০ টাকার বিনিময়ে এত ভাল একটা ছবি দেখানো উচিত নয়। নির্মাতাদের উচিত ছিল, প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দিয়ে দেওয়া। যাতে দর্শকরা টাকা পাঠিয়ে দিতে পারেন।
২) ছবির দৈর্ঘ্য খুব কম বলে অভিযোগ করেছেন ভিগনেশ। মাত্র তিন ঘণ্টায় এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেষ হয়ে যাবে, এটা মোটেই ঠিক নয়।
আরও পড়ুন, প্রভাস সম্বন্ধে এই ১০ তথ্য আপনি জানেন?
৩) এত ডিটেলিং আর পারফেকশন রয়েছে ছবিতে যে অন্য সব পরিচালকরা মাথা নত করতে বাধ্য হচ্ছেন। এমনকী নিজেদের প্রোডাক্ট নিয়ে নতুন করে ভাবনাচিন্তাও করতে হবে তাঁদের।
৪) পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা করেছিলেন ‘বাহুবলী’র আর কোনও পার্ট হবে না। তা নিয়েও প্রবল আপত্তি ভিগনেশের। তাঁর দাবি আগামী ১০ পর্বেও বোধহয় এর কনক্লুশান সম্ভব নয়। ' ! 🙌🏻 &
5 Mistakes in #Baahubali2
— Vignesh Shivan (@VigneshShivN) May 1, 2017
Frm Legend @ssrajamouli sir's Masterpiece!
TakeABow🙌🏻@meramyakrishnan #prabas #satyaraj @RanaDaggubati &team pic.twitter.com/GRPD3HLnVH
৪) পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা করেছিলেন ‘বাহুবলী’র আর কোনও পার্ট হবে না। তা নিয়েও প্রবল আপত্তি ভিগনেশের। তাঁর দাবি আগামী ১০ পর্বেও বোধহয় এর কনক্লুশান সম্ভব নয়।
৫) কঠিন সময় আসছে, মনে করেন ভিগনেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন রেকর্ড তৈরি হচ্ছে, সেই বেঞ্চমার্ক কবে ভাঙা সম্ভব হবে, তা নিয়েও সংশয়ে ভিগনেশ।
আসলে ঘুরিয়ে এই ছবির প্রশংসাই করেছেন ভিগনেশ। তাই তাঁর টুইট দেখে হেসে প্রতিক্রিয়া দিয়েছেন এস এস রাজামৌলি স্বয়ং। 🙏🏻🙏🏻 )
Hahahhah... 🙏🏻🙏🏻 Thank you so much Vignesh :)
— rajamouli ss (@ssrajamouli) May 3, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy