Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
flora saini

মায়ের সামনেই ঘনিষ্ঠ ভাবে চুমু খেলেন এই নায়িকা!

শুধু তা-ই নয়, এই কাজ তাঁর কাছে কতটা কঠিন ছিল, তা নিয় মুখও খুললেন তিনি!

অভিনেত্রী ফ্লোরা সাইনি।

অভিনেত্রী ফ্লোরা সাইনি।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:২২
Share: Save:

পাশেই বসে রয়েছেন মা। তাতেও কোনও ভ্রূক্ষেপ নেই। সামনে দাঁড়িয়ে থাকা আর এক জনকে জড়িয়ে ঘনিষ্ঠ ভাবে চুমু খেতে শুরু করলেন তিনি! শুধু তা-ই নয়, শরীরের নানা গোপন জায়গাতেও ছুঁয়ে গেল হাত। বরং অবাক হওয়া তো দূর, উল্টে এমন কাজের পর তাঁদের উৎসাহিতই করলেন চার পাশের লোকজন!

কেন জানেন? আসলে তখন চলছিল একটি শুটিং। সমকামী চরিত্রে অভিনয় করছিলেন ফ্লোরা সাইনি ও আনবেশি জৈন। দু’জন অভিনেত্রীর এই শট এক টেকে ‘ওকে’ হওয়ায় প্রশংসা পেলেন তাঁরা।

তবে এ কাজ মোটেও সহজ ছিল না। অন্তত ফ্লোরা সাইনি জানিয়েছেন তেমনটাই।

আরও পড়ুন: বয়ফেন্ড লিয়ামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মাইলি সাইরাস

চুমু খাওয়ার এই ছবিই প্রকাশ পেয়েছে সোশ্যাল সাইটে।

ফ্লোরা সাইনির দাবি, এর আগে কখনও এমন কোনও অভিজ্ঞতার মুখোমুখি হননি তিনি। মেয়ে হয়ে একটি মেয়ের শরীর ঘনিষ্ঠ ভাবে ছোঁয়া, নানা যৌন উদ্দীপক আচরণ করা তাঁর কাছে যত না কঠিন, তার চেয়েও কঠিন মেয়ে হয়ে আর একটি মেয়েকে চুমু খাওয়া!

আর এই কাজটি ফ্লোরার কাছে আরও কঠিন ও অস্বস্তিকর হয়ে পড়েছিল, কারণ শটের সময় সেটে উপস্থিত ছিলেন তাঁর মা।

আরও পড়ুন: বয়ফেন্ড লিয়ামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মাইলি সাইরাস

এএলটি বালাজি ডিজিটালের হিন্দি ওয়েব সিরিজ ‘গন্দি বাত ২’-এ এর সমকামী চরিত্রে দেখা যাবে ফ্লোরাকে। সেই ছবিতেই আনবেশি জৈনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ফ্লোরা সাইনিকে। সম্প্রতি তাঁদের ঘনিষ্ঠতার কয়েকটা দৃশ্য ইন্টারনেটেও মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: ১০ মিনিটের মধ্যেই ক্যাটরিনার বাড়ির ক্রিসমাস পার্টি ছেড়ে কেন চলে গেলেন অনুষ্কা?

২০১৮-র মে মাস থেকে ‘গন্দি বাত’ ওয়েবসিরিজ বাজারে আসার পর থেকেই তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। গন্দি বাত ২-এ ফ্লোরা ও আনবেশির এই অনস্ক্রিন সমকামী কেমিস্ট্রি কতটা জনপ্রিয় হয়, এখন তা-ই দখার।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flora Saini Anbeshi Jain Celebrities Gandii Baat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE