বিদেশে দিয়েগো মারাদোনাকে নিয়ে ছবি হয়েছে। বাংলায় ফুটবল নিয়ে ছবি হলেও কোনও খেলোয়াড়ের জীবন রুপোলি পর্দায় তুলে ধরা হয়নি। ভাইচুং ভুটিয়া, ব্যারেটোকে নিয়েও না! দীপেন্দু বিশ্বাস সেই জায়গাতেও গোল দিচ্ছেন। তাঁকে নিয়ে বড় পর্দায় ছবি বানাচ্ছেন পরিচালক শ্রীপ্রীতম, ছবির নাম ‘দীপু’। এই ছবিতেই স্টেডিয়াম ছেড়ে বিনোদনের ময়দানে পা রাখতে চলেছেন দীপেন্দু। ১২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু।
আরও পড়ুন:
তাবড় খেলোয়াড়দের পিছনে ফেলে তাঁর জীবনী কেন? আনন্দবাজার অনলাইন প্রশ্ন করেছিল দীপেন্দুকে। তিনি তখন হায়দরাবাদ থেকে ফিরছেন। প্রশ্নের জবাবে হাসিমাখা উত্তর এল, “এই প্রশ্ন আমিও পরিচালককে করেছিলাম। কেন আমাকেই? আমার মধ্যে এমন কী আছে?” পরিচালক তাঁকে জানিয়েছেন, দীপেন্দুর সংগ্রাম, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের হয়ে খেলা তাঁর ভাল লেগেছে। মনে হয়েছে, এত সাফল্যের পরেও দীপেন্দুর পা মাটিতেই। তাই তাঁর জীবন নিয়ে ছবি। বসিরহাটের একরত্তি দীপেন্দু কী ভাবে কয়লার ট্রেনে চড়ে শহরে এসে প্রশিক্ষণ নিয়েছেন সেই কাহিনি এবং ফুটবলারের প্রেম ও রাজনীতি— সব তুলে ধরা হবে ছবিতে।

শুভ মহরতে টিম ‘দীপু’। ছবি: সংগৃহীত।
ময়দান থেকে হঠাৎ অভিনয়ে...! “অভিনয় করতে হবে না। আমার চরিত্রে আমাকেই দেখা যাবে”, বক্তব্য দীপেন্দুর। এ-ও জানিয়েছেন, খুব বেশি নাকি তাঁকে দেখানো হবে না। আলাদা করে নিজেকে তৈরিও করতে হবে না। সেই জন্যই রাজি হয়েছেন। দীপেন্দুর কোচের ভূমিকায় সোহম চক্রবর্তী। শুটিং হবে কলকাতা এবং পুরুলিয়ায়। ছবিতে সোহম, দীপেন্দু ছাড়াও থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু, সুমিত গঙ্গোপাধ্যায়, তমাল রায়চৌধুরী, দেবরঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। ছোট দীপেন্দুর ভূমিকায় দেখা যাবে ‘ময়দান’-খ্যাত শিশুশিল্পী আমন মুন্সিকে। নায়িকার ভূমিকায় গায়িকা বর্ষা সেনগুপ্ত। ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং গানের দায়িত্বেও শ্রীপ্রীতম। প্রযোজনায় বর্ষা এন্টারটেনমেন্ট।