Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

ফ্রিডা পিন্টো এ বার মোঙ্গলির মা

সংবাদ সংস্থা
০৫ মার্চ ২০১৬ ১৫:০৪
‘স্লামডগ মিলেনিওর’-এর ‘লতিকা’। ছবি: এএফপি।

‘স্লামডগ মিলেনিওর’-এর ‘লতিকা’। ছবি: এএফপি।

ফ্রিডা পিন্টো এ বার মোঙ্গলির মা। ‘জঙ্গল বুক: অরিজিনস্’-এ মোঙ্গলিকে দত্তক নেবেন ফ্রিডা। নায়িকার কথায়, ‘‘আমি দ্য জঙ্গল বুক পড়েছি। টিভি সিরিজও দেখেছি। শেষ পর্যন্ত এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে।’’

ফ্রিডা আরও জানিয়েছেন, এটা এমনই একটা ছবি যে কোনও বয়সের মানুষ তা দেখতে পারবেন। এত দিন তাঁর অভিনীত ছবি ছোটদের জন্য ছিল না। কিন্তু এই ছবিটি খুদে দর্শকরাও সমান এনজয় করবে।

মোগলি, বাঘিরা, ভালু, শের খান, আকিলা, তাবাকি— আমাদের আঙুল জড়িয়ে রেখেছিল আশৈশব। ‘জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যায়, চাড্ডি পহেনকে ফুল খিলা হ্যায়’— গাইতে গাইতে এক পাল বন্য পশুর সঙ্গে খেলে বেড়াত ছোট্ট মোগলি। নেকড়ে, শেয়াল, বাঘ, হাতিদের সঙ্গেই জমে উঠেছিল তার রোজনামচা। ইংরেজ লেখক কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’-এর সৌজন্যে অ্যানিমেশন বা নাটকে এত দিন দর্শকদের মাতিয়ে রেখেছিল মোগলি ও তার বন্ধুরা। এ বার সিলভার স্ক্রিন জয় করতে আসছে তারা। ‘স্লামডগ মিলেনিওর’-এর ‘লতিকা’ এ বার জঙ্গল কাহিনিতে কী ভাবে জড়িয়ে পড়ে, তা দেখার অপেক্ষায় দর্শককুল।

Advertisement

আরও পড়ুন

Advertisement