ভিকি কৌশল বলতেই এখন হই হই করে ওঠেন ভক্তরা। 'রাজি'-র অভিনেতার ইদানীং জনপ্রিয়তা বিপুল। ক্যাটরিনা কইফ এবং ভিকির বিয়ের পর যুগলকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে অনুরাগীদের তরফে।
২০১৫ সাল, নীরজ ঘেওয়ানের বহু প্রশংসিত 'মাসান' ছবিতে নায়ক হয়ে এলেন ভিকি। ছবিটি যিনিই দেখলেন, ভালবেসে ফেললেন ভিকিকে। আর তার পর, নিজের অভিনয়ের গুণে, সুন্দর স্বভাবে এখন কেবল ইন্ডাস্ট্রিতে নয়, মানুষের হৃদয়েও পাকাপাকি আসন করে নিয়েছেন অভিনেতা।
সোমবার ভিকির ৩৪ বছরের জন্মদিন শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্তরা। ক্যাটরিনার মতো সঙ্গিনী পেয়ে জীবন এখন কানায় কানায় পূর্ণ ভিকির। তবে 'রাজি', 'মনমর্জিয়া' কিংবা 'উরি'-র আগে এতটা নিশ্চিন্ত জীবন ছিল না তাঁর। বলিউডে কাজ করতে গিয়ে একের পর এক প্রত্যাখ্যানের শিকার হয়েছিলেন আজকের বিশিষ্ট অভিনেতা।
ভিকি জানান, 'মাসান'-এর আগে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় দৌড়বীর মিলখা সিংহের জীবনীচিত্র 'ভাগ মিলখা ভাগ'-এ নিজে থেকেই অভিনয়েরর জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। সেটিই তাঁর জীবনের প্রথম অডিশন। দুর্ভাগ্যক্রমে তিনি সেই অডিশনে সফল হননি।