Advertisement
E-Paper

অভিজাত হোটেলের ‘শেফ’ থেকে ধারাবাহিকের খলনায়ক! কী ভাবে অভিনয়যাত্রা শুরু হল রেমোর?

কলকাতায় জন্ম। এখানেই পড়াশোনা অভিনেতা রেমোর। বহু বছর ধরে অভিনয় করছেন। মঞ্চে অভিনয় করেছেন। একটি অভিজাত হোটেলে শিক্ষানবিশ হিসাবে কাজ করতেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:১৯
From Five Star Hotels chief to Bengali serial actor how Remo started his acting journey

(বাঁ দিকে) অভিনেতা রেমো। রণিতা দাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

কাকুঁড়গাছি ফুলবাগানের ছেলে অভিনেতা রেমো। তাঁকে দর্শক এই মুহূর্তে দেখছেন ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে। তাঁর অভিনয়যাত্রার শুরু প্রায় ১০ বছর আগে। কিন্তু টালিগঞ্জে নিজের জমি শক্ত করা খুব যে সহজ নয়। পরিচালক অরুণ রায়ের ছবিতে দীনেশ হওয়ার আগে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। কী ভাবে শুরু হল তাঁর অভিনয়যাত্রা?

সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। তাঁর ঠাকুরদা মিনার্ভা থিয়েটারে উৎপল দত্তের সঙ্গে নাটক করেছেন। কিন্তু এই টলিপাড়ায় তাঁর রাস্তা খুব একটা মসৃণ ছিল না। অভিনেতা জানান, তিনি ‘হোটেল ম্যানেজমেন্ট’ নিয়ে পড়াশোনা করেছেন। তার পর এক অভিজাত হোটেলে বেশ কিছু দিন শিক্ষানবিশ শেফ হিসাবে কাজ করেছিলেন। পড়াশোনা করতে করতেই প্রথম ধারাবাহিকের সুযোগ আসে। রেমো বলেন, “‘বধূবরণ’ ধারাবাহিকে অভিনয়ের সময় প্রতি দিন ৫০০ টাকা পেতাম।”

পরিচালক অরুণের ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রেমো বলেন, “১০ বছর আগে নিজেকে কথা দিয়েছিলাম। টালিগঞ্জের উত্তমকুমারের মূর্তির পাশে আমার ছবি পোস্টার থাকবে। সেটা হয়েছে। একটা সময় অনেক অডিশন দিয়েছি। জঞ্জাল থেকে নিজের ছবি কুড়িয়েছি। খুব খারাপ লেগেছিল। কিন্তু এখন নিজের জায়গা ধীরে ধীরে তৈরি হয়েছে।” পথিকৃৎ বসু পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি নিজের স্বাস্থ্য নিয়েও খুবই সচেতন তিনি। অভিনেতারা এমনিই স্বাস্থ্য সচেতন হন। কিন্তু রেমো শরীরচর্চাকে সমান গুরুত্ব দেন। এই সংক্রান্ত একটি প্রতিযোগিতাতেও যোগ দেওয়ার কথা তাঁর। প্রসঙ্গত, নতুন ধারাবাহিকে খলনায়ক ‘বান্টি’ও ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছে।

Bengali Serial Ranita Das
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy