Advertisement
E-Paper

স্মৃতিকে ‘ঠকিয়েছেন’ পলাশ! সানি দেওল, অক্ষয় কুমার থেকে আর কোন বলি-তারকা ‘প্রতারণা’ করেছেন?

স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হতেই পলাশের নামে ওঠে প্রতারণার অভিযোগ। শুধু পলাশ নয়, এমন অভিযোগ রয়েছে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন কে কে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১০:২৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এই মুহূর্তে বিনোদনজগত থেকে ক্রীড়াজগতে চর্চা স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে। গায়েহলুদ থেকে সঙ্গীত — সব অনুষ্ঠানই হয়েছিল ভাল ভাবে। বিয়ের দিন হঠাৎ খবর আসে ক্রিকেটতারকার বাবা অসুস্থ। আপাতত তাঁদের বিয়ে স্থগিত। যদিও মুদ্রার উল্টো দিকও রয়েছে। শোনা যাচ্ছে, পলাশ নাকি প্রতারণা করেছেন স্মৃতির সঙ্গে। তাঁকে জড়িয়ে একাধিক নারীর নাম উঠে আসছে। কাউকে কুপ্রস্তাব, কারও সঙ্গে চুম্বন— উঠছে একাধিক অভিযোগ। তবে শুধু পলাশ নয়, এমন অভিযোগ রয়েছে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে। যাঁদের নিয়ে নানা সময়ে প্রচুর চর্চা হয়েছে।

হৃতিক রোশন

২০০০ সালে সুজান খানকে বিয়ে করেন হৃতিক। বিয়ের ১০ বছর পর হৃতিক অভিনীত ‘কাইট্‌স’ ছবিটি মুক্তি পায়। সে সময়ে শোনা যায়, ওই ছবির অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হৃতিক। তাঁদের সম্পর্ক নাকি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে সুজান বাড়ি ছেড়ে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু পরবর্তী কালে অভিনেতা এই সম্পর্ক থেকে বেরিয়ে এলেও এই ঘটনার চার বছর পর হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে, কী কারণে তাঁদের এই বিচ্ছেদ, সেই প্রসঙ্গে কেউই কিছু জানাননি।

সানি দেওল

সানি দেওলের প্রায় ৪১ বছরের দাম্পত্যজীবন। তাঁর প্রথম ছবিমুক্তির বছরখানেক আগে পূজা দেওলকে বিয়ে করেন সানি। বরাবর প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন পূজা। এ দিকে বহু বছর ধরে ডিম্পল কপাড়িয়ার সঙ্গে সম্পর্কে থাকার গুঞ্জন শোনা যায় সানির। একাধিক বার লন্ডনের রাস্তায় তাঁদের দেখা গিয়েছে হাত ধরাধরি করে। শোনা যায়, ডিম্পলের কারণে নাকি স্বামীর থেকে দূরে থাকেন পূজা।

আদিত্য পঞ্চোলী

স্বামী আদিত্য পঞ্চোলীর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন। তাঁর সবটাই নাকি জানেন স্ত্রী জ়রীনা ওয়াহাব। যদিও জ়রীনা দাবি করেছিলেন, স্বামী যত ক্ষণ বাড়ির ভিতরে কিছু করছেন না, তাঁর এ সব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। যদিও আদিত্য পঞ্চোলীর সঙ্গে যে অভিনেত্রীর সম্পর্কের খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম, তিনি কঙ্গনা রনৌত। কঙ্গনা নাকি মুম্বইয়ে আসার পরেই আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়ান। একটা সময়, আদিত্য নাকি কঙ্গনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি মাদক নিতেও বাধ্য করতেন বলে শোনা যায়। পরবর্তী কালে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন কঙ্গনা, খবর এমনই।

অক্ষয় কুমার

কখনও রবিনা টন্ডন, কখনও প্রিয়ঙ্কা চোপড়া। অক্ষয় কুমারের নাম বহুবারই পরকীয়ায় জড়িয়েছে। যদিও স্ত্রী টুইঙ্কল খন্না কোনও দিন তাঁর হাত ছাড়েননি। একটা ক্যাটরিনা কইফের সঙ্গে পর পর ছবি করতে শুরু করেন অক্ষয়। তখন নাকি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন টুইঙ্কল। স্ত্রীর কথামতো আর ক্যাটরিনার সঙ্গে ছবি করেন না অভিনেতা, শোনা যায় এমনই।

গোবিন্দ

গোবিন্দ একদা স্বীকার করেছিলেন ‘হদ করদি আপনে’ ছবির সেটে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। যদিও গোবিন্দের স্ত্রী সুনীতা তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন বলে শোনা যায়। রানি এখন প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। সম্প্রতি গোবিন্দের পরকীয়ার খবর শোনা যায়। প্রায় অর্ধেক বয়সি মরাঠী অভিনেত্রীর প্রেমে নাকি পড়েছেন অভিনেতা। স্ত্রী সুনীতা একাধিক বার এই প্রসঙ্গে নানা ইঙ্গিত দিলেও স্বামীকে ছেড়ে যাবেন না সে কথা স্পষ্ট করে দেন।

Bollywood Gossip Bollywood News Smriti Mandhana Palash Muchhal Cheating Case Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy