Advertisement
E-Paper

টিন চয়েসে গ্যাল গ্যাডোট

নিজে হাতে পুরস্কার নিতে না পারলেও, ইজরায়েলের এই অভিনেত্রী সুন্দর একটা ভিডিয়ো রেকর্ড করে পাঠিয়েছিলেন। প্রসঙ্গত, একই ক্যাটাগরিতে ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির জন্য নমিনেশন পেয়েছিলেন দীপিকা।

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১১:০০
গ্যাল গ্যাডোট

গ্যাল গ্যাডোট

হলিউডে যার বক্স অফিস ভাল, তার সব ভাল। অন্তত ‘ওয়ান্ডার উওম্যান’ ছবির ক্ষেত্রে তো কথাটা সত্যি। গ্যাল গ্যাডোট অভিনীত ছবিটা বক্স অফিসের সব ছককে ভেঙে দিয়েছিল আগেই। বাজেটের প্রায় সাতগুণ রোজগার করে বক্স অফিস থেকে। আর এ বার শুরু হল পুরস্কারের পালা। টিন চয়েস অ্যাওয়ার্ড দিয়ে খাতা খুলল ‘ওয়ান্ডার উওম্যান’। গ্যাল গ্যাডোট পেলেন অ্যাকশন ছবির সেরা অভিনেত্রীর পুরস্কার। নিজে হাতে পুরস্কার নিতে না পারলেও, ইজরায়েলের এই অভিনেত্রী সুন্দর একটা ভিডিয়ো রেকর্ড করে পাঠিয়েছিলেন। প্রসঙ্গত, একই ক্যাটাগরিতে ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির জন্য নমিনেশন পেয়েছিলেন দীপিকা। গ্যাডোটের পুরস্কার জেতা নিয়ে অবশ্য কারও দ্বিমত নেই। ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রায় সব চিত্রসমালোচকই। কমিক জগতে মার্ভেলের কাছে ক্রমশ কোণঠাসা হতে থাকা ডিসিকে মূল স্রোতে ফিরিয়ে আনার পিছনেও গ্যাডোটেরই অবদান সবচেয়ে বেশি। তাই হলিউডে জোর আলোচনা, শুধু টিন চয়েসে থেমে থাকবেন না গ্যাডোট। ওয়ার্নার ব্রাদার্স ইতিমধ্যে অস্কারের জন্য ক্যাম্পেন শুরু করে দিয়েছে। গ্যাডোট আর তাঁর পরিচালককে অস্কারের মুখ হিসেবে দেখাতে চাইছে তারা। তবে অ্যাওয়ার্ড গ্যাডোটের হাতে উঠবে কি না, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে।

Gal Gadot Teen Choice award 2017 Wonder Woman ওয়ান্ডার উওম্যান গ্যাল গ্যাডোট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy