শুক্রবার রাতে শ্রুতি দাসের পোস্ট, নিন্দকদের মুখে ঝামা ঘষে জি বাংলায় একসঙ্গে প্রযোজনা-পরিচালনায় ফিরতে চলেছেন স্বর্ণেন্দু সমাদ্দার। শনিবার আনন্দবাজার অনলাইনকে ভাস্বর চট্টোপাধ্যায় জানিয়েছেন তাঁর সেই নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা। ধারাবাহিকের নাম ‘গৌরী এল’। ভাস্বরের বিপরীতে এই প্রথম জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা সেন। ইন্ডাস্ট্রিতে যিনি ‘ঋ’ নামে খ্যাত। অভিনেতার কথায়, ‘‘এর আগে আমরা পাশাপাশি ফ্লোরে অভিনয় করতাম। তখন প্রায়ই বলতাম, আমাদের নিয়ে কেন জুটি হয় না? সেই স্বপ্ন পূরণ করছেন স্বর্ণেন্দু।’’ ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে দুর্গা দুর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায়। বিপরীতে নবাগতা মোহনা। স্বর্ণেন্দু জানিয়েছেন, জি বাংলার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ মোহনা অংশ নিয়েছিলেন। ‘পিলু’ ওরফে মেঘা দ-এর মতোই তাঁকেও বেছে নেওয়া হয়েছে। মেঘা এবং মোহনা একই সঙ্গে নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।