একেবারে বাঁ দিক ঘেঁষে রয়েছেন তিনি। কানে হেডফোন। মাইক্রোফেনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। গান গাইছেন চেনা ভঙ্গিতে। আর ডানদিকে তাঁর গাওয়া বিখ্যাত গানের দৃশ্যায়ণে শিল্পীরা।
ঠিক এ ভাবেই ২৪ ডিসেম্বর ডুডল সাজিয়েছে গুগল। শ্রদ্ধা জানিয়েছে মহম্মদ রফিকে। আজ তাঁর ৯৩ তম জন্মদিন।
তিনি যে প্রকৃত অর্থেই শিক্ষক ছিলেন তা তাঁর কাজ দিয়ে প্রমাণ করে গিয়েছেন। অসংখ্য গানের ভিতর থেকে প্রিয় গানটি বেছে নিতে বললে বেশ সমস্যায় পড়বেন অনুরাগীরা। তবুও তাঁর জন্মদিনে আরও একবার শুনে নিন রফির বিখ্যাত তিন গান।
আরও পড়ুন, আপনার বিচারে টলিউডের সেরা নায়ক কে?
কেয়া হুয়া তেরা: এই গানটি গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রফি। দুঃখ ও আনন্দের সঠিক মিশ্রণ এই গানে রয়েছে বলে মনে করেন অনুরাগীরা।
ইয়ে চাঁদ সা রোশন চেহেরা: শাম্মি কপূরের ওপর রফির যে সব গানের দৃশ্যায়ণ হয়েছে এটি তার মধ্যে অন্যতম। ‘কাশ্মীর কি কলি’ ছবির গান সিনেপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে।
তেরি বিন্দিয়া রে: ১৯৭৩। মুক্তি পেল ‘অভিমান’। মহম্মদ রফি ও লতা মঙ্গেশকরের ডুয়েট মাতিয়ে দিয়েছিল শ্রোতাদের। সঙ্গে ছিল অমিতাভ ও জয়ার যুগলবন্দি অভিনয়।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন