Advertisement
০১ অক্টোবর ২০২৩
Gourab Chatterjee

Gourab: গৌরবের জন্মদিনের উদ্‌যাপন শুরু! জামাইকে উপহারে ভরিয়ে দিলেন দেবাশিস-দেবযানী কুমার

উত্তমকুমারের নাতি বলে কথা! জন্মদিনের তিন দিন আগে থেকে উদ্‌যাপন শুরু। গৌরব চট্টোপাধ্যায় কেক কাটলেন শ্বশুরবাড়িতে।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৭:৩০
Share: Save:

ক্যালেন্ডার বলছে, জন্মদিনের এখনও দু’দিন বাকি। ১৫ জুন গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন। তারও দু’দিন আগে থেকেই নায়ক উদ্‌যাপনের মেজাজে! রবিবার শ্বশুরবাড়িতে জন্মদিনের প্রথম খাওয়াদাওয়া সারলেন তিনি। সেই ছবি ধারাবাহিক ‘গাঁটছড়া’-র ফ্যানপেজ, স্ত্রী দেবলীনা কুমারের ইনস্টাগ্রামে ভাইরাল। রামধনুরঙা টি শার্ট, ট্রাউজার্সে পরিপাটি ‘বার্থডে বয়’। পাশে দেবলীনা তাঁর নাচের স্কুলের ঘনিষ্ঠ ছাত্রীদের নিয়ে। হাসতে হাসতে ছুরি বসাচ্ছেন কেকের বুকে।

আনন্দবাজার অনলাইনকে পর্দার ‘ঋদ্ধিমান সিংহ রায়’ জানান, দুই বাড়ির হাতেগোনা আত্মীয়-বন্ধুরাও যোগ দিয়েছিলেন উদ্‌যাপনে। জামাইষষ্ঠী পর্ব সদ্য মিটেছে। তার পরেই আগাম জন্মদিন! বিশেষ কোনও কারণে? ‘গাঁটছড়া’র নায়কের দাবি, জন্মদিনে শ্বশুরবাড়ি আসতে পারবেন না তিনি। তাই শাশুড়ির আগাম নিমন্ত্রণ। কেক কাটা হতেই জামাইয়ের প্রিয় বিরিয়ানি, চাঁপ আর পায়েস হাজির। উপহারের ঝুলিও পরিপূর্ণ।

১৫ জুন তা হলে কী হবে? গৌরবের কথায়, ‘‘মাঝে একটামাত্র দিন। ১৪ জুন মধ্যরাত থেকেই উদ্‌যাপন শুরু। তখন শুধুই বন্ধুরা থাকবে। রাত-পার্টির আয়োজনে দেবলীনা। এটা ওর সারপ্রাইজ গিফট। জন্মদিনের দিন কী উপহার দেবে জানি না।’’ সম্ভবত এই প্রথম নিজের কোনও উদ্‌যাপন উপলক্ষে শ্যুট থেকে ছুটি নেবেন অভিনেতা। দুপুরে মায়ের হাতের ভালমন্দ রান্না, পায়েসে ভূরিভোজ। রাতে দেবলীনাকে নিয়ে পৌঁছে যাবেন পছন্দের রেস্তরাঁয়।

কী হয়েছিল গত বছরের জন্মদিনে? অভিনেতা জানান, নিজের হাতে করা কেক আর উপহার ‘সাইক্লিং শ্যু’-তেই চমকে দেন দেবলীনা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE