তিনি উত্তমকুমারের নাতি। হ্যাঁ, এটাই ইন্ডাস্ট্রিতে ছিল তাঁর প্রাথমিক পরিচয়। তবে ইদানীং তাঁকে নিজের নামেও চিনতে শুরু করেছেন দর্শক। তিনি গৌরব চট্টোপাধ্যায়। নিজের মতো থাকতে পছন্দ করেন। পার্টি না-পসন্দ। কোনও গসিপে পাত্তা দেন না। কিন্তু তাঁকে নিয়েই চলছে গসিপ! ইন্ডাস্ট্রির নয়া গসিপ, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ইদানীং গৌরব নাকি নতুন রিলেশনশিপে রয়েছেন। আর সেই বিশেষ মানুষটিও পরিচিত মুখ। খবরটা কি সত্যি? এ প্রশ্ন নিয়েই ‘আদরিনি’র শুটিং ব্রেকে পৌঁছেছিলাম গৌরবের কাছে। মেকআপ রুমে বসে মন খুললেন অভিনেতা। লভ লাইফ, কেরিয়ার, ফিউচার প্ল্যান— আড্ডায় উঠে এল অনেক কথা। আর ওই বিশেষ গসিপ কনফার্ম করলেন ওই বিশেষ পরিচিত মানুষটিও।
‘ও বলতে বারণ করেছে’
সোশ্যাল মিডিয়ায় গৌরবকে যাঁরা ফলো করেন, তাঁরা অনেকেই দেখছেন, গত কয়েক মাস ধরে বিশেষ এক জনের সঙ্গে বহু ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই বিশেষ মানুষটি হলেন অভিনেত্রী দেবলীনা কুমার। তা হলে কি রিলেশনশিপে রয়েছেন গৌরব-দেবলীনা? প্রশ্নটা করতেই ডিফেন্সিভ গৌরব। ‘‘আমার ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করলেই সবটা বোঝা যাবে। দেখুন, আমি খুব অনেস্ট। আমার ফ্যামিলির কাছেও সব পরিষ্কার। কিন্তু তার বাবা-মায়ের কাছে মার খাওয়ার ভয় রয়েছে। ফলে লোকে আমার রিলেশনশিপ নিয়ে জানতেই পারে, কিন্তু আমি নিজে থেকে কিছু মেনশন করতে চাই না। বলিও না।’’ হেসে বললেন গৌরব। সে কী! দেবলীনার নামও বলবেন না? আর যখন সকলেই জানেন, তখন আর অফিশিয়ালি আপনার বলতে আপত্তি কোথায়? মুচকি হেসে গৌরবের জবাব, ‘‘ও বারণ করেছে।’’
উইথ পারমিশন
দেবলীনাকে তিনি যে বেশ সমঝে চলেন, তা বোঝাই যাচ্ছে। কারণ সম্পর্ক নিয়ে মিডিয়ায় কী লেখা হবে, তা আগাম বান্ধবীকে দেখিয়ে, তবেই পারমিশান দিলেন অভিনেতা। যদিও হেসে ব্যাখ্যা করেছেন, ‘‘আই অ্যাম অ্যান ওপেন বুক। তবে কিছু কিছু ব্যাপারে সুপারস্টিসাস আমি। যেমন, শুটিং শুরু হওয়ার আগে পর্যন্ত কোনও কাজ মেনশন করি না। তেমনই আর কি।’’
আরও পড়ুন, ‘শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’
প্রথম আলাপ
গৌরব জানিয়েছেন, দেবলীনা তাঁর দিদি নবমীতা এবং বোন মৌমিতার বন্ধু। নিজের ২৫ বছরের জন্মদিনেও নাকি নবমীতা ও মৌমিতাকে নিমন্ত্রণ করেছিলেন দেবলীনা। গত বছর লক্ষ্মীপুজোতেই তিনি চট্টোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন গভীর রাতে। গৌরব শেয়ার করলেন, ‘‘দু’বছর আগে একটা মহালয়ার শো হয়েছিল। তখন শুধু লুক এক্সচেঞ্জ হয়েছিল। তার পর তো বোনের বিয়ের সময়, সবাই জানে…।’’
এখনও তেমন কিছু নয়…
গৌরব সাক্ষাত্কারে কী কী বলেছেন, তা পাবলিশ হওয়ার আগেই পড়ে ফেলেছেন দেবলীনা। কিন্তু সম্পর্কের বিষয়ে মুখ খোলার সময় বেশ সাবধানী অভিনেত্রী। ‘‘আসলে এখনও সে ভাবে কিছু ম্যাচিওর করেছে, তেমন নয়। মিকুন মানে ওর বোন মৌমিতার বিয়ের সময় আমাদের কথাবার্তা বেশি করে হয়েছিল। আমাদের একটা নাচও ভাইরাল হয় সে সময়। তারপরই…।’’
বিয়ে কবে?
ফিউচার প্ল্যান নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ গৌরব। তাঁর কথায়, ‘‘বিয়ের কথা এখনই ভাবছি না। সকলেই জানেন আমার একটা ফেলড ম্যারেজ আছে। ফলে আই ওয়ান্ট টু টেক থিং স্লো। আমি কিছু নষ্ট করতে চাই না।’’
আদরের নাম
এই প্রশ্নেও প্রবল অস্বস্তিতে পড়লেন গৌরব। একটু সময় নিয়ে বললেন, ‘‘আমি ওকে ওর ডাকনামে ডাকি। তিথি। আর ও আমাকে….। ওর ফোনে আমার নম্বরটা সেভ করা রয়েছে গৌরব অ্যাক্টর নামে (হাসি)।’’কিন্তু গৌরব যেটা বলতে গিয়েও আটকে গেলেন, সেখান থেকেই খেই ধরলেন দেবলীনা। ‘‘আমি ওকে খুব ফানি একটা নামে ডাকি। পটলা। কেন এই নামে ডাকি জানি না। পটল আমার খুব ফেভারিট এমনও নয়। তবে কী ভাবে মুখ দিয়ে এই নামটা বেরিয়েছিল জানি না….’’ ব্লাশ করতে করতে বললেন দেবলীনা।