আর তিন দিন পরে বিয়ে। আজ, ৬ ডিসেম্বর মহানায়ক উত্তমকুমারের হবু নাতবৌ দেবলীনা কুমারের জন্মদিন। গত রাত থেকেই উদযাপন শুরু। ইনস্টাগ্রামে সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁর আর দেবলীনার একসঙ্গে কাটানো টুকরো যাপন, বাবা দেবাশিস কুমারের সঙ্গে মেয়ের ছবি সযত্নে রাখা সেখানে।
এই প্রথম গৌরব সোশ্যাল মিডিয়ায় দেবলীনার সঙ্গে তাঁর প্রেম এ ভাবে প্রকাশ্যে আনলেন।
আপাতত গৌরব-দেবলীনার বিয়ে নিয়ে সরগরম টলিউড থেকে সোশ্যাল মিডিয়া। অতিমারি না হলে অনেক আগেই মহা ধুমধামে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল যুগলের। গৌরব-দেবলীনা জানিয়েছেন, সঙ্গীত, মেহেন্দি, বিয়ে, বৌভাত, রিসেপশন--- সবই হবে ছোট করে।
আপাতত মধুচন্দ্রিমারও পরিকল্পনা নেই তাঁদের। হবু দম্পতির সাজ সম্বন্ধে ডিজাইনার অভিষেক রায় জানিয়েছেন, বিয়েতে পুরোপুরি সাবেকি পোশাকে তাক লাগাতে চলেছেন গৌরব। সাদা আর সোনালির মেলবন্ধনে তৈরি ধুতি পাঞ্জাবিতে কনের সঙ্গে রীতিমতো পাল্লা দেবেন তিনি। তবে বৌভাতের সাজটা হবে অন্য রকম। সে দিনের জন্য ‘ইন্দো-ওয়েস্টার্ন’ পোশাক বেছে নিয়েছেন তিনি। বন্ধ গলা ক্রেপের কুর্তায় সেজে উঠবেন গৌরব। তবে এই দুই অনুষ্ঠানের আগে সঙ্গীতে ফ্লেয়ারড কুর্তার সঙ্গে শেরওয়ানি এবং চুড়িদারে রাজকীয় সাজে ধরা দিতে চলেছেন হবু বর। অর্থাৎ তিন অনুষ্ঠানে সম্পূর্ণ তিন রকম আলাদা সাজে সাজতে চলেছেন গৌরব।