সলমন খানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিল সে। এ বার ফের ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে। সে ‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট ‘মুন্নি’ অর্থাত্ হর্ষালি মলহোত্র। সৌজন্যে পরিচালক কবীর খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’।
সম্প্রতি হর্ষালি সোশ্যাল মিডিয়ায় সলমন আঙ্কলের সঙ্গে এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছে। পোস্টে হর্ষালি লিখেছে, প্রত্যেকের জন্য নতুন চমক অপেক্ষা করছে। ফের পুরনো স্মৃতি ফিরে আসছে। এই খবরে খুবই খুশি হর্ষালির অনুরাগীরা।
বর্তমানে হর্ষালি সল্লু মিঞার সঙ্গে একটি টেলিভিশন কমার্শিয়ালের শুটিং করছে। শুটিং-এর ফাঁকে বেশ কিছুক্ষণ এই খুদে তারকার সঙ্গে অনেক আনন্দ করছেন অভিনেতা। হর্ষালি আগেই জানিয়েছে যে, সে সলমনের অন্ধ ভক্ত। তাঁর সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে স্বভাবতই সে ভীষণ খুশি।